একটি মেয়ে রিয়েলিটি শো এর প্রতিযোগী হিসেবে যোগদান করে কিন্তু যে তার আগেই বাইরে চলে যায়। সময়ের চাকা এমনভাবে ঘুরলো যে ওই মেয়েটি সেই একই শো এর প্রতিযোগী নয় বিচারকের আসনে বসেছেন । আপনারা হয়তো বুঝেই গেছেন কার কথা বলছি। আর যদি বুঝতে না পারো তাহলে আমি বুঝয়ে দিচ্ছি।
আমি কথা বলছি তার সুরের জাদুতে বহু মানুষের মনে জায়গা করে নেওয়া বিখ্যাত বলিউড তারকা নেহা কাক্কার কে নিয়ে ।ইন্ডিয়ার গানের রানি অথবা ইন্ডিয়ার সাকিরা বলুন তাকে, তবে তার এই সফল জিবনের পিছনে রয়েছে বিরাট সংঘর্ষ ঘেরা। নেহা কাক্কারের জন্ম হয় ৬ই জুন ১৯৮৮ সালে উত্তর প্রদেশের, রিষিকেষ এ। আজ হতে পারে বলিউডের একজন সাকসেসফুল গায়িকা কিন্তু তাকেও সম্মুখীন হতে হয়েছে অনেক রকম বাধার।
নেহা এক রিয়েলিটি শোতে এক প্রতিযোগীর কথার প্রেক্ষিতে তার জীবনে ঘটে যাওয়া কিছু বেদনাদায়ক কথা তুলে ধরেন, তিনি জানান যখন তিনি ছোট ছিলেন, তখন তার পারিবার অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল ছিল। যে স্কুলে তার বড় বোন সনু করতেন সেই স্কুলের বাইরে তার বাবা সিঙ্গাড়া ঠেলাগাড়ি নিয়ে সিঙ্গাড়া বিক্রি করতেন। কেননা এটাই ছিল তাদের পরিবারের ইনকামের রাস্তা। কি গল্প শোনাতে শোনাতে নেহার চোখ জলে ভিজে যায়। ছোটবেলা কেটেছে দারিদ্র্যের মধ্যে। তারপর বড় বোন সনু জাগরাতে গান গেয়ে অল্প কিছু উপার্জন করতেন। পরে নেহাও তার দিদির সাথে গান গাও শুরু করে দেয়।
জাগরাতে গান খেতে খেতে নেহারও গানের উপর ভালোবাসা তৈরি হয়ে যায়। জাগরাতে গান গেয়ে ১০০-২০০ টাকা রোজ উপার্জন করতেন। আর এরপরই এই পরিবার রিষিকেশ থেকে দিল্লি চলে যায়। সাল ২০০৬ এ নেহা যখন ১১ ক্লাসে পড়ছেন তখন সেই সময় ইন্ডিয়ান আইডল সিজন ২ চলছিল । আর কেন, নেহা পৌঁছে যায় ইন্ডিয়ান আইডল অডিশন দিতে । যেখানে অডিশন নেহা সিলেক্ট হয়ে যায়। তবে কিছু রাউন্ড যাওয়ার পর বাইরে চলে আসে। আর ইন্ডিয়ান আইডল (Indian Idol) যে তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
আর এখানেই তার গল্প শেষ নায় । মেয়েটি হার না মেনে নতুন উদ্যম শুরু করে তাঁর গানের চর্চা। ২০০৮ নেহা নিজেই তার অ্যালবাম প্রকাশ করে। যার নাম থাকে 'নেহা দ্য রকস্টার' যেটাকে মিথ ব্রাদার্স কম্পোজ করেছিলেন। আর এই অ্যালবাম আসার পর বলিউডের মিউজিক ডিরেক্টরদের নজরে আসে নেহা কাক্কার। আসতেছে কিছু অফার। নেহা কাক্কার (Neha Kakkar) শাহরুখ খানের খুব বড় ভক্ত, সাল ২০১২ তে নেহা কাক্কার শাহরুখের অ্যান্থম গান ইউটিউবে আপলোড করে । যেটা বহু লোকের হৃদয় ছুঁয়ে যায় । আর স্বয়ং SRK নেহাকে বাহবা দেয় । আর তারপর এক এক করে আসতে থাকে তার হিট গান ষ, 'হায় রে মেরা ঘাগরা' 'সেকেন্ডহ্যান্ড জাওয়ানি' 'আও আনদার আও রাজা' 'সানি সানি' 'লন্ডন ঠুমাকদার' মত সুপার হিট সব গান উপহার দেন দর্শকদের।
আর তারপর দিকে দিক নেহা কাক্কার নামটা অতি পরিচিত হতে শুরু হয়ে য়ায়। তত দিনে একটি স্টাবলিশ গায়িকা হয়ে গিয়েছেন। ইন্ডিয়ান আইডল ২ এ রিজেক্ট হওয়া নেহা কাক্কার ইন্ডিয়ান আইডল ১০ এর বিচারক পদে বসলেন। সনি টিভি নেহা কাক্কারের বিচারক পদে বসে থাকা ছবি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশন দেন আসছি বিচারক পথে বসে আছেন, তিনি একদিন প্রতিযোগী ছিলেন। তার পরিবারে পিতা মাতা আর দিদি সনু কাক্কার (Sonu Kakkar) এবং তার ভাই টনি কাক্কার (Tony Kakkar) আছেন। নেহা এবং সনুর ছোট ভাই টনিও একজন গায়ক এবং কম্পোজার। নেহা যেমন তোর প্রোফেশনাল লাইফ নিয়ে সংবাদের শিরোনামে থাকেন তেমনি তার পার্সোনাল লাইফ নিয়েও সংবাদের শিরোনামে দেখা যায় তাকে।
আরও পড়ুন:নিজের লোডেড ৪৫ পিস্তলটি প্রেমিকা মারিতার হাতে তুলে দিলেন দুঃসাহসী কাস্ত্রো৷ মারিতার হাতে খুন হওয়ার জন্য, কিন্তু তারপর....
২৪ অক্টোবর ২০২০ মানে গত সালই নেহা তার বয়ফ্রেন্ড রোহন প্রীত সিং (Rohanpreet Singh) এর সাথে সাঁতপাকে বাধা পড়েন নেহা। অবাক হবেন না রোহনো একজন গায়ক। তিনি পাঞ্জাবি গায়ক। এই দুইজনের জুড়িতে বহু মানুষ তাদের প্রতিক্রিয়া জানান। নেহা ও রোহন বেশ অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়। আর যদি বলি নেহার ফ্যান ফলোইং এর সংখ্যা তবে নেহার হিস্টোগ্রাম প্রোফাইলে ৫৮ মিলিয়নের বেশি তার ফলোয়ারের সংখ্যা। ফেসবুকে ৩১ মিলিয়নের বেশি এবং টুইটারে ১ মিলিয়নের বেশি আর ইউটিউবে ১২ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে তার।আর ইউটিউব থেকেতো নেহার ডাইমন্ড প্লে বোতমও পেয়ে গিয়েছেন।
আরও পড়ুন:আজ একজন দেশপ্রেমিক জাদুকরের কথা বলতে এসেছি
একটি মন্তব্য পোস্ট করুন