কিছুদিন আগে ভারতীয় বেশ কিছু প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া তে খবর প্ৰকাশ হয়েছিল যে PLA রকেট ফোর্স লাদাখ অঞ্চলে তাদের গাইডেড রকেট রেজিমেন্ট মোতায়েন করেছে ,চীনা ভেঁপু গ্লোবাল টাইমস মে মাসের 10 তারিক বলেছে চীন তাদের পুরান রকেট গুলো রিপ্লেস করেছে PHL 03 লং রেঞ্জ রকেট সিস্টেম দিয়ে আপাতত 10 টি সরকারি মতে এই জাতীয় রকেট তাদের আছে ,এগুলো রাশিয়ান BM 21 Smerch সিস্টেম আপগ্রেড ভার্শন যা চীন রিভার্স ইন্জিনিয়ারিং দিয়ে প্রস্তুত করেছে ,এটা 12 টি 300 মিমি রকেট টিউব সমষ্টি যা এক হাইলি মোবাইল ট্রাক উপর মাউন্ট থাকে , যেখনে অরিজিনাল রাশিয়ান BM 21 রেঞ্জ 90 কিমি এই সিস্টেম রেঞ্জ 70 থেকে 130 কিমি আর এগুলো গাইডেন্স সিস্টেম আছে যা সীমান্তে ভারতের সামরিক স্থাপনা গুলোকে হুমকির মুখে ফেলছে ।
এই পরিপ্রেক্ষিতে ভারতের প্রস্তুতি কি ,সেটাই মূল আলোচ্য বিষয় , পি এল এ আর ভারতীয় সেনাদের রক্তাত্ব সংঘর্ষের পর ভারত ঝড়ের গতিতে সেনা মোতায়েন নতুন সিস্টেম সংগ্রহ ও আপগ্রেড উপর জোর দেয় ,এই পরিপ্রেক্ষিতে লাইট ট্যাংক ,আর্মড ড্রোন , বন্দুক সমূহ (towed আর হুইল্ড ),সাঁজোয়া গাড়ী বিভিন্ন ধরণের সংগ্রহ করা হচ্ছে ও বিভিন্ন পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে ,কিন্তু একটি বিষয় এখনো আমরা পিছিয়ে সেটা রকেট বাহিনী ,সেনা তথাকথিত MBRL বদলে MBPKS (multi barrel precision kill system ) চাইছে।
বার্তমনে ভারতের রকেট বা গোলন্দাজ বহর আছে BM 21 grad সিস্টেম ,BM 30 smerch আর দেশী পিনাকা বহর। সেনা বার্তমনে এমন রকেট লঞ্চার চাইছে যা 4×4 হুইল ড্রাইভ ট্রাক মাউন্টেড হবে ,যা 2.5 টন পে লোড নিতে পারবে পাহাড়ী দুর্গম অঞ্চলে মোতায়েন করা যাবে ও ধ্রুত জায়গা বদলাতে পারবে , সেনা চাইছে এদের রেঞ্জ যেন 25 কিমি হয় অকুরেসি Cep (circular error possibility ) অর্থাৎ রেডিয়াস যার মধ্যে গোলা ফাটবে, 2.5 মিটার কম হয় , 90 ডিগ্রি রকেট লঞ্চ করতে পারে ,আর দুই ভাগে 24+24 =48 রকেট টিউব থাকে । কেউ কেউ বলছেন এটা রাশিয়ান পুরান BM 21 grad সিস্টেম রিপ্লেস করবে কিন্তু সেনা তা অস্বীকার করেছে লার্সেন এন্ড টুর্ব ওই রকেট সিস্টেম গুলো আপগ্রেড করেছে ,আর ওগুলো দূরপাল্লার 120mm Er রকেট সজ্জিত হবে। রেঞ্জ 40 কিমি হয়েছে যা বর্তমানে ,সেনা নতুন এমন সিস্টেম চাইছে যা প্রচলিত আন গাইডেড রকেট নয়, গাইডেড এক ঘাতক রকেট বহর যা পিন পয়েন্ট অকুরেসি শত্রু স্থাপনা কে হিট করবে। রকেট ফোর্স কোন নিদৃষ্ট জায়গা উপর মুহুর্মুহু আঘাতেশত্রু স্থাপনা চূর্ণ করে আন গাইডেড রকেট দিয়ে, নতুন সিস্টেম পিন পয়েন্টে অনেক কম রকেট খরচ করে এক কাজ করবে।
স
েনার রাশিয়ান বি এম 30 যার রেঞ্জ 90 কিমি ছাড়া আছে দেশি 12 ব্যারেল বিশিষ্ট পিনাকা যার রেঞ্জ 40কিমি আর পিনাকা এম কে 1 যার রেঞ্জ 60 কিমি যা 12 টি HE রকেট ছুড়তে পারে 44 সেকেন্ডে , অনুরূপ মার্ক 2 যার কাজ চলছে রেঞ্জ হবে 90 কিমি। গতি mach 4.7 শব্দের 4.7 গুন।
সেনার গোলন্দাজ বহর নতুন সিস্টেম নেবে আর BM 21 গ্রাড গুলো সেনার লাইট আর্টিলারি সিস্টেম যাবে যা এখম 120 মিমি মর্টার আর 105 মিমি ফিল্ড গান দিয়ে সজ্জিত।
সোজা কথায় সেনা shock and awe পলিসি নিচ্ছে কঠোর আঘাতে যাতে শত্রুকে বিহ্বল করে দেয়া যায়।
ছবি BM 21 grad ,BM 30 smerch আর পিনাকা রকেট প্রণালী সমূহ।
একটি মন্তব্য পোস্ট করুন