- কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত লোকাল ট্রেন
- সরকারি পরিবহন ও মেট্রো চলবে ৫০ শতাংশ।
- বিমান যাত্রা ও দূরপাল্লার বাস যাত্রায় RTPCR পরীক্ষা বাধ্যতামূলক। বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে এই পরীক্ষা করতে হবে। তবে রাজ্যে আসার পর টেস্টে করোনা আক্রান্তের হদিশ পেলে ১৪ দিনের করেন্টাইনে থাকতে হবে।
- বাজার খোলার সময় পরিবর্তন করা হল। সকাল ৭ টা থেকে বেলা ১০ এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকবে।
- তবে বউবাজারের সোনার দোকান খোলা রাখার সময়ে ছাড় দেওয়া হয়েছে। সোনার দোকান দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত খোলা থাকবে।
- ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
- সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীর হাজিরা চালু। বেসরকারি অফিসে work-from-home জোর।
- কারখানা, নির্মাণ ক্ষেত্রে হাজিরা ৫০ শতাংশ করা হলো।
- গ্রামে থাকা ২ লক্ষ্য ৭৫ করোণা বিশেষ নির্দেশিকা পাঠানো হচ্ছে। যাতে তারা কোভিড চিকিৎসা করতে পারেন।
- বন্ধ থাকছে রেস্তোরাঁ শপিংমল, জিম, বিউটি পার্লার, স্পা, পাব, বার।
- রাজনৈতিক সংস্কৃতিক শিক্ষামূলক সমস্ত জামায়াত নিষিদ্ধ। বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারবেন।
- টিকা দেওয়ার ক্ষেত্রে পরিবহনকর্মী সংবাদকর্মী ও হকারদের অগ্রাধিকার। প্রথম রোজার চেয়ে দ্বিতীয় ডোজ দেওয়ার গুরুত্ব বেশি।
- কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে সন্দেহ থাকলে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। যার রিপোর্ট তিন ঘন্টার মধ্যে মিলবে ফলে মরদেহ জমা থাকবে না।
- গুরুতর অসুস্থ জন্য রোগীদের চিকিৎসায় জোর দেওয়া হবে
- অর্থ সাহায্যের জন্য রাজ্যের দুটি ফান্ড চালু করা হলো.
গত বছর লকডাউনের পর ১১ নভেম্বর সাধারণের জন্য চালু হয়েছিল লোকাল ট্রেন (Loacal Train)। আচ্ছা বন্ধ হতে যাচ্ছে আগামী দিন বৃহস্পতিবার। তবে বুধবার নবান্ন থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর স্বাক্ষর করা বিজ্ঞপ্তি বলছে, ৬ ই মে থেকে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল। তারপর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রেল কর্মীদের জন্য পুরনো প্রথায় ট্রেন চালাবে রেল। পেট্রোলিংকার নামে এই ট্রেনে এবার চড়তে দেওয়া হবে না অ-রেলকর্মীদের।
কোভিড পরিস্থিতির আগে হাওড়া শিয়ালদহ শাখায় ১৪০০ ট্রেন চলতো। যার মধ্যে শিয়ালদহে ৯২০ টি ও হাওড়ায় ৪৮৮ টি ট্রেন চলাচল করত। অনলকে শিয়ালদহে ৮৬০ টি ট্রেন চলাচল শুরু করে ক্রমান্বয়ে। কর্মীরা এবার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয় লোকাল ট্রেনের সংখ্যা কমে দাঁড়ায় ৭৪০টি। হাওড়া ডিভিশনে এখন ৩৫০টির ট্রেন চলেছিল। জাদু শিখার থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। পূর্ব রেলে ১৪৬টা লোকাল চলছিল। সেগুলো বন্ধ হচ্ছে।
কোভিডের ধাক্কায় শুধু লোকাল বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে স্বল্প দূরযাত্রার কারি এক্সপ্রেস। ৭ই মে ১৫ জোড়া মেল এক্সপ্রেস বাতিল করছে পূর্ব রেল। পূর্ব রেলে মোট ২০০ টি মেল এক্সপ্রেস এরমধ্য ১৪৫ টি চালু থাকবে। হাওড়া ডিভিশন বিভিন্ন রুটে ৪০টি ট্রেন চলবে তাদের কর্মীদের জন্য।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন