Today ডেস্ক: ভোটের শাচনীয় হারের পর দলবিরোধী মন্তব্যের জের। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এবার শোকজের মুখে প্রাক্তন বিধায়ক তথা দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য(Tanmoy Bhattacharya)। চিঠি পাঠিয়ে তাকে আচরণের কারণ ব্যাখ্যা করতে বলা হয় । যদিও এ নিয়ে তোমায় ভট্টাচার্যের কোন প্রতিক্রিয়া মেলেনি।
বুধবার সকালে উত্তর 24 পরগনা জেলা কমিটির তরফ নোটিস পাঠানো হয় তন্ময় ভট্টাচার্যকে। একুশের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্য একটিও জয়লাভ করতে পারেনি সিপিএম। ফলতো উত্তর দমদম কেন্দ্র থেকে হেরেছেন তন্ময়। তিনি তৃতীয় স্থানে। তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য জয়ী হন সেখানে। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। এরপর অবশ্য তন্ময় রাজনৈতিক সৌজন্যে দেখাতে তৃণমূল প্রার্থীকে জয়ের শুভেচ্ছা জানিয়ে ছিলেন। জাতীয় বিশেষ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ছিলনা। তবে এক টেলিভিশন চ্যানেলের আলোচনা চক্রে বসে তিনি হারের জন্য দলকেই প্রকারান্তরে দায়ী করেছিলেন। এমনকি তরুণ প্রার্থীদের এই বিপর্যয়ের নৈপথ্য আলিমুদ্দিনের ভোট করে তারাই দায়ী। পাশাপাশি তাকিয়েও বলতে শোনা গিয়েছে, এই বিপুল জনম নিতে না পারলে পরিণত রাজনীতিক হিসেবে নিজেকে পরিচয় না দাও ভালো। আর এসব এরপর জেলা নেতৃত্বের রোষের মুখে পড়েন তন্ময় ভট্টাচার্য।
জেলা কমিটি অবশ্য চিঠিতে উল্লেখ করেছে, এসব তার ব্যক্তিগত মতামত। দলটার অনুমোদন করে না। তবে কেন দলের এতদিনকার নেতা হঠাৎ এমন কথা বলে বসলেন, তা নিয়ে তাকে জবাবদিহি তো অবশ্যই করতে হবে। এ নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দল। প্রসঙ্গত, সিপিআইএম তথা যেকোনো বাম দলের শৃঙ্খলা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সামান্যতম শৃঙ্খলাভঙ্গের দলীয় সদস্যদের শাস্তির মুখে পড়তে হয়। এর আগে অনেক সিপিএম নেতাকে শোকজ, বহিষ্কার করা হয়েছে। তবে এ নিয়ে তিনি এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। শোকজের জবাবে তিনি কি ব্যাখ্যা দেন, সেটাই দেখার এখন।
আরও পড়ুন:অবশেষে মহানগরীতে ধরাশায়ী বৃষ্টি
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন