২০২১ এর বিধানসভা ভোট শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে রাজনৈতিক হিংসার খবর পাওয়া যাচ্ছে। তবে তারই মধ্যে দিনেদুপুরে ঘটে গেল আরো একটি মর্মান্তিক ঘটনা। কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের পিংলার ঘটনা। ইতিমধ্যে দুজনকে আটক করছে পুলিশ।
জানা যাচ্ছে, পিংলা এলাকার জামনা নামক জায়গায় একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল এবং যে বাড়ি
কাজ চলছিল দুপুরেই সেই বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর বেশ কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়ি ছিল সেখানেই তার মৃতদেহ পাওয়া যায়। তখনই তড়িঘড়ি করে এলাকার বাসিন্দারা জমা হয়।
কিছুক্ষণ পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুটি পুরুষ লেবার এবং একজন মহিলা লেবার কাজ করছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ লেবার ইন সেই কলেজছাত্রীকে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করে এবং তারপরই কলেজ পড়ুয়া কে হত্যা করে।
তারপর বিক্ষিপ্ত এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের পতাকা নিয়ে। দোষীদের শাস্তি চেয়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে। পরবর্তীতে পিংলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন