মনিতেই তাকে দেখা যায় সংবাদের হেডলাইনে। এবারে সব জল্পনা কে পিছনে রেখে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।সোমবার বিকেলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয় বর্গী হাত থেকে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। এর আগে টলিপাড়ার পরিচিত মুখ যশ ও হিরন সহ একাধিক তারকার যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার তাদের দলে নাম লেখালেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তীও। বেশ কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল শ্রাবন্তীর যোগ দিতে পারেন পদ্ম শিবিরে।

তবে এর আগে তৃণমূলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। সে ক্ষেত্রে কেন এই বদল? তবে কি দলের প্রতি মোহ বঙ্গের জন্যই এই সিদ্ধান্ত? তিনি আরও বলেন,'প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্য তাকে অনুপ্রাণিত করেছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত। শ্রাবন্তী কে বিজেপিতে স্বাগতম জানান দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি বলেন, চমক এখনো বাকি। তারমানে তুমি বুঝাতে চাইলেন লাইনে এখনো আছে অনেকেই। এদিন বিজেপিতে যোগ দিয়েই রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন অভিনেত্রী। শ্রাবন্তীর কথায়,'নতুন ভাবে পথ চলা শুরু। বাবা সেনাবাহিনীতে ছিলেন। তিনি বলতেন রাজ্য নয়, তোকে দেশের জন্য কিছু করতে হবে। বাবার দেখানো আদর্শই পথ দেখাবে আগামী দিনে।


তবে দলে যোগ দেওয়ার পরই পরি প্রশ্ন উঠেছে শ্রাবন্তী আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন কিনা? অবশ্য এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানান বিষয়টি নিয়ে তিনি কিছু ভাবেন নি। দল তাকে যেখান থেকে দাঁড় করাবেন সেখান থেকে লড়াই করবেন তিনি। অন্যদিকে এতদিন পর্যন্ত শাসক দলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেক্ষেত্রে এই কেন এই পরিবর্তনের ডাক? শুধু তাই নয়,আগামী দিনে রাজ্যের পরিবর্তনের সক্রিয় অংশগ্রহণের জন্য তার কাছে রয়েছে একাধিক পরিকল্পনা।

প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশের আগে বিজেপিতে যোগদান করতে চলেছেন একাধিক তারকা, বিগত কয়েকদিন ধরে সেই জল্পনা তুঙ্গে। রাজ্য বিজেপি সূত্রে খবর,অমিত শাহের সভার দিন যোগদান কর্মসূচি রাখার পরিকল্পনা হয়েছিল। কিন্তু কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি বাতিল হওয়ার পরই এই পরিবর্তন।৭ তারিখ ব্রিকেট মঞ্চে সদ্য যোগ দেওয়া অন্য অন্য টলি তারকাদের পাশাপাশি দেখা যাবে শ্রাবন্তীকেও।

Post a Comment

নবীনতর পূর্বতন