গার্ডেনরিচ জল প্রকল্পের চলবে মেরামতির কাজ, ৬ই মে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহের কাজ। 7 তারিখ থেকে স্বাভাবিক ভাবেই জল পাবেন শহরবাসী।
কলকাতা পুরসভা সূত্রে খবর, ৬ ই মে গান্ধীজীর জল প্রকল্পের পাইপলাইন মেরামতি, ভাগ্য বদল সহ একাধিক কাজ চলবে সেদিন। বেশ কিছুদিন ধরে গার্ডেনরিচ পাম্পিং স্টেশন থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ কারী হায়ার ডায়ামিটার পাইপ লাইনের লিকেজ দেখা গিয়েছে। পাশাপাশি সরবরাহকারী লাইনের সঙ্গে যুক্ত পাম্প মেশিন ও বুস্টার পাম্পিং স্টেশনের এর বেশকিছু পাম্পের ও মেরামতের প্রয়োজন দেখা দেওয়ার কারণে এই মেরামতির কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এদিন কালীঘাট, রানিকুঠি, গলফা, চেতলা, গল্ফগ্রীন, বেহালা, সিরিটি, লায়েলকা, দাসপাড়া বাঁশদ্রোনী, গান্ধী ময়দান, সেনপল্লী, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী এ ক্যাপসুল বুস্টর পাম্পিং স্টেশন গুলি থেকেও জল সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন:কেন হারল BJP? জানেন আসল কারন
নোটিশ জারি করে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে যে, ৬ই মে সকাল ১০:০০ থেকে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না এই এলাকাগুলিতে দক্ষিণ কলকাতা গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা মহেশতলা, বজবজ ৮,৯,১২ এবং ১৬ নং বরোর কিছু অংশ। তাছাড়াও ১০,১১,১২,১৩,১৪,১৫ নম্বর বরোজুড়ে বন্ধ থাকবে জল সরবরাহের ব্যবস্থা। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিকের কথায়, ৬ মে শুধুমাত্র সকাল ১০ টার সময় জল পাবেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু গার্ডেনরিচ জল প্রকল্পের মেরামতির কাজ চলার দরুন এদিন দুপুর এবং বিকেলে পানীয় জল সরবরাহ করা হবে না। ৭ তারিখ থেকে পানীয় জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন