Today News ডেস্ক: পৃথিবীতে এমন অনেক মানুষ ই আছেন যারা ঘুরতে পছন্দ করেন। যেহেতু গোটা বিশ্বে করোণার থাবায় বিধ্বস্ত, ভাই এই সময় অনেকেই হয়তো ভ্রমণের সেই ইচ্ছে কে চেপে রেখেছেন। অবশ্য এই মারুন ভাইরাস দূর হলে অনেকেই কিন্তু গড়ার পরিকল্পনা তৈরি করে রেখেছেন। তবে যেখানে ঘুরতে যান, তার জন্য অর্থের প্রয়োজন হবেই। অথচ এমন যদি হয় কোন দ্বীপে ঘুরতে গিয়ে সেই দ্বীপটির দেখাশোনার চাকরিও যদি পেয়ে যান। তাও আবার বাহামাসের মতো জায়গায় (Bahamas)! হ্যাঁ এটা সত্যি শুনতে অবাক লাগার কথা। বাহামা সে ব্যক্তিগত মালিকানাধীন দেখভালের জন্য এক দম্পতির মধ্যে রয়েছেন একটি পরিবার। এইজন্য মাইনেও দেবেন তাদের। বছরে ৮৮ লক্ষ টাকা। অর্থাৎ ঘোরা হল আবার চাকরি ও।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, POLO & Tweed নামে একটি ওয়েবসাইটে ওই চাকরির খবর দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, দীপ দেখাশুনার জন্য অভিজ্ঞ এক দম্পতির প্রয়োজন। এজন্য বছরে তাদের ১ লক্ষ্য ২০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা দেওয়া হবে। কেউ যদি অবশ্য ভেবে থাকেন, ওখানে কেবল ঘুরে বেড়াবেন, তাহলে তাদের সেই ধারণা পুরোপুরি ভুল। কারণ ওই দম্পতিকে ন্যাপেলস, ফ্লোরিডা এবং বাহামাসে থাকা তাদের বাড়িগুলির দেখভাল করতে হবে। আসলে ওই পরিবারটি এমন দম্পতিকে খুঁজছেন, যারা কিনা ঘুরতে ভালোবাসেন। তবে তাদের বাড়ি দেখভালের অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়েবসাইটে ওই পরিবারের জানিয়েছে, ওই দম্পতিকে যথেষ্ঠ কর্মঠ হতে হবে। ঘরের সমস্ত কাজে পারদর্শী হতে হবে । রান্না জানলে তা অবশ্যই আলাদা গুন সাহেব নাকি বিবেচিত হবে । এর পাশাপাশি হেলথকেয়ার, অন্যান্য সব রকম সুবিধা এবং গাড়ি ও মিলবে। সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে হবে এই দম্পতিকে। তবে প্রয়োজনে সপ্তাহের শেষে কিংবা অতিরিক্ত সময় ও কাজ করতে হতে পারে তাদের। জানা গিয়েছে ২৮ এপ্রিল থেকে ওয়েবসাইট চাকরির খবর দেওয়া হয়েছে। তারপর থেকে সারা বিশ্বে অনেকেই সেতুর জন্য আবেদন জানিয়েছেন।
আমিও চাকরিটা করতে চাই
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন