Today ডেস্ক: তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো উপাধ্যক্ষ পাঠ করেই জানিয়ে দিলেন, কোভিড (Covid-19) মোকাবেলায় তার প্রথম কাজ। আর সে কারণে নবাব নিজেই জরুরি বৈঠকে বসতে চলেছেন তিনি।
বুধবার পূর্বনির্ধারিত সূচি মেনেই রাজভবনে উপস্থিত হন তৃণমূল নেত্রী। করোনা অবহে অল্প কয়েকজনকেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। উপস্থিত হয়েছিলেন তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতারা। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোর, সুব্রত মুখোপাধ্যায়, সংসদ শতাব্দি রায়, দীপক অধিকারী সহ আরো অনেকে। এসেছিলেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ও। তবে ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘড়িতে ঠিক ১০ টা ৪৫ মিনিটে রাজ্যপাল জগদীপ ধনকর মমতা বন্দ্যোপাধ্যায় কে শপথ বাক্য পাঠ করান।
আর শপথবাক্য পাঠের পরই উপস্থিত সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন,"এই জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যপাল এবং তার পরিবারকে ও ধন্যবাদ জানাচ্ছি। বাংলার মা মাটি মানুষ কে অসংখ্য ধন্যবাদ। তবে এখন আমাদের প্রথম কাজ করোণার আর মোকাবেলা করা। রাজভবন থেকে নবান্ন গিয়ে বেলা সাড়ে ১২ টায় কোভিড নিয়ে বৈঠক করেন। তারপর তিনি সাংবাদিক সম্মেলনে বসেন। এর পাশাপাশি রাজ্যের শান্তি বজায় রাখার কথাও বলেন। অনেককেই করোনা আবহে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেননি সে কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:অবশেষে মহানগরীতে ধরাশায়ী বৃষ্টি
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন