Today News ডেস্ক: করোন পরিস্থিতিতে থমকে গেছে যাওয়া জন-জীবন, তার সাথে কমেছে মেট্রো(Metro) সংখ্যা। পলি রাস্তায় বেরিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। আর এই মতো পরিস্থিতিতে ঈদের দিন কমবে আরো মেট্রো। বুধবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৪ মে ১৯২ টির পরিবর্তে ১৪৪ টি মেট্রো। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন আমজনতা।
মেট্রো তথ্য জানানো হয়েছে, ১৮ মে মেট্রো পরিষেবা চালু হবে সকাল আটটায়। অর্থাৎ দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, দমদম(Dumdum Metro) থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদম ও দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টায়। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ গ্রামে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে ৭.৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ গামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টায়। একই সময়ে কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলার কবিতা ক্রমে ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে কভিড মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। একই সঙ্গে বাস মেট্রো সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে ৫০ শতাংশ। সেই কারণে গত ৭ ই মে থেকে এমনিতেই অনেকটাই কম মেট্রো চলছে। এখন সোম থেকে শনিবার পর্যন্ত ২১৬টির বদলে চলছে ১৯২টি মেট্রো। এরমধ্যে ৯৬ টি আপ ও একই সংখ্যার ডাউন। রবিবার এমনিতেই মেট্রো সংখ্যা কম, আরো কমিয়ে করা হয়েছে ৮২। সোম থেকে শনি দক্ষিনেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৮ টায় । তাছাড়া দমদম টু কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ মেট্রো পরিষেবাও শুরু হয় ৮টায়। বদলেছে শেষ মেট্রো সময়ও। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়ছে ৮টা ৪৮মিনিটেএ। দমদম কবি সুভাষ শেষ মেট্রো দমদম থেকে ছাড়ে রাত ৯টায় । একই সময়ে কবি সুভাষ থেকে ছাড়ে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো। রবিবার মেট্রো পরিষেবা মিলছে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন