Today News ডেস্ক:ফের প্রকাশ্যে রাজ্য- রাজ্যপাল সংঘাত। এবার শীতলকুচি সফর নিয়ে জগদীপ ধনকর কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। কোথায় ভঙ্গের অভিযোগ তোলার পাশাপাশি নিয়ম মেনে জেলা শহরের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই রাজ্যপাল জাগদীপ ধনখড় (Jagdeep Dhankar) জানিয়েছিলেন, হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। যেমন কথা, তেমন কাজ। গত মঙ্গলবার টুইটে রাজ্যপাল জানান, ১৩মে অর্থাৎ বৃহস্পতিবার কোচবিহারের শীতলকুচি যাবেন তিনি। এই সফর নিয়ে বুধবার রাজ্যপাল কে চিঠি লিখলেন মমতা। সেখানে বলা হয়েছে, রাজ্যপালের রাজ্যের কোন জেলা সফরের ক্ষেত্রে যে প্রথা রয়েছে, তা তিনি লংঘন করেছেন। কারণ, প্রথা অনুযায়ী, রাজ্যপাল যদি রাজ্যের কোন জেলায় যান, সেক্ষেত্রে তার সরকারকে জানাতে হয়। তিনি যেখানে যাচ্ছেন সেখানকার প্রশাসনকে ও তা জানানো আবশ্যক। কিন্তু রাজ্যপাল তা করেননি।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন,"সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি আপনি শীতলকুচি যাচ্ছেন। যা পরম্পরার বিরোধী।"এদিন চিঠিতে প্রথম মেনে রাজ্যপালকে জেলা সফরের পরামর্শ দেন মমতা। উল্লেখ্য, আগামীকাল কোচবিহারের শীতলকুচি যাচ্ছেন ধনকড়। বুধবার টুইটারে তিনি জানিয়েছেন, শুক্রবার অসম যাবেন তিনি।Governor WB Shri Jagdeep Dhankhar will be visiting Ranpagli & Srirampur camps in Assam where due to post poll retributive violence @MamataOfficial some people of WB had taken refuge for safety.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 12, 2021
Governor Dhankhar will be reaching Ranpagli Assam at 9.45 am by BSF Helicopter.
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন