Today News ডেস্ক: পিএম কেয়ার টাকায় পাঞ্জাবে আশিকি ভেন্টিলিটার(Ventilator) পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন সেগুলি রাখা ছিল কিন্তু এবার চালু করার মাত্র ২ ঘন্টা মধ্য খারাপ হয়ে গেল সেগুলো। ৮০ টির মধ্যে ৭১ টি ভেন্টিলিটার এর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। পাঞ্জাবের ফরীদকোট গুরু গোবিন্দ সিং মেডিকেল কলেজ হাসপাতালে এই ৮০ টি ভেন্টিলিটার পাঠানো হয়েছিল।


মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে, ভেন্টিলিটার গুলি চালু করার এক থেকে দু ঘন্টার মধ্যেই খারাপ হয়ে যায়। মেডিকেল কলেজের অ্যানাস্থেসিস্টরা জানিয়েছেন, নেই মিশনগুলোকে কোন ভাবেই বিশ্বাস করা যাবেনা। চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। ফরীদকোট এ বাবা ফরীদ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস উপচার্য ডক্টর রাজ বাহাদুর জানিয়েছেন, ভেন্টিলিটার গুলি মান' একদম নিকৃষ্ট। যখন-তখন থেমে যাচ্ছে। তাই রোগীদের জন্য এগুলি ব্যবহার করা হচ্ছে না।

 
এদিকে পাঞ্জাবের মুখ্য সচিব মহাযান আজ বুধবার জানিয়েছেন, মেশিনে গুলি ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার এবং দক্ষ লোক আনা হচ্ছে। পাঞ্জাব সরকার জানিয়েছে, মেডিকেল কলেজের দ্রুত ১০ টি ভেন্টিলিটার পাঠিয়ে দেওয়া হবে।


সূত্রের খবর অনুযায়ী, গত বছর ২৫ কোটি টাকা খরচ করে ২৫০ টি ভেন্টিলেটর পাঠানো হয়েছিল পাঞ্জাবে। তার বেশি কয়েকটি রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্যাকেট বন্দি করে রাখা ছিল। এবার সেগুলি বার করে ব্যবহার করতে গিয়েই সমস্যা সামনে আসে। গোটা বিষয় নিয়ে কেন্দ্রের বক্তব্য এখনো জানা যায়নি।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন