তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ‌। ৫ই মে পৌনে ১১টা নাগাদ রাজভবনে শপথ গ্রহণ করবেন তিনি। কোভিড বিধি মেনেই ছোট করে সারা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে একাধিক চমক।


সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও তাঁর শারীরিক অসুস্থতার জন্য তিনি উপস্থিত থাকবেন না বলেই খবর। আমন্ত্রণ জানানো হচ্ছে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তিনি আসবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

তার পাশাপাশি আমন্ত্রণ জানানো হচ্ছে প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যপাল ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কেও। শুধু তাই নয় এছাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের তরফে হাজির থাকতে পারেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর। তারকা সংসদ দেব এবং শতাবদিরায় কেউ আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এবার অন্য অন্য  রাজ্যের মুখ্যমন্ত্রী বা নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়নি।


রাজ্যের বিরাট সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। কাদের দখলে আছে ২১৩ টি আসন। তবে নন্দীগ্রাম আসন থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হল, বিধায়ক না হয়েও কি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কোনো বাধা থাকে? এই প্রশ্ন উঠেছিল। কিন্তু সংবিধান অনুযায়ী মমতার শপথ গ্রহণে কোনো বাধা থাকছে না। তবে শপথগ্রহণের ছয় মাসের মধ্যে তাকে বিধায়ক হতে হবে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
আপনার মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন