Today ডেস্ক: একুশের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাটট্রিক জয় করেন তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ফের মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে চাঙ্গা ঘাসফুল শিবির। কোভিড পরিস্থিতিতে একেবারে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান । আমন্ত্রিত হাতেগোনা কয়েকজন। রাজভবনে শপথ নেওয়ার পর কে গার্ড অব অনার এর মধ্য দিয়ে নবান্নে প্রবেশ। এরপর মুখ্যমন্ত্রীর কাজ শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। আজ বিশেষ দিনে মুখ্যমন্ত্রী কার্যক্রমের যাবতীয় খুঁটিনাটি নিজে বর্ণনীয়।
বেলা ১১:০৩ রাজভবনে চা-চক্রে বেশিক্ষণ থাকলেন না, বেরিয়ে পড়লেন নবান্নের পথে মুখ্যমন্ত্রী।
সকাল ১০:৫৬ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন রাজ্যপালের। ছোট বোন বলে তাকে সম্বোধন করলেন ধনকড়। তবে বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসা নিয়ে সরব হলেন তিনি।
সকাল ১০:৫৩ সকলকে ধন্যবাদ। রাজ্যপাল বাংলার মানুষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী। প্রথম কাজ করোনা মোকাবিলা, ফের জানালেন মমতা। সব রাজনৈতিক দলের কাছে শান্তি বজায় রাখার আবেদন তার। আজ থেকে তিনি নিজেই আইন-শৃংখলার দিকে নজর রাখবেন, জানালেন মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ নিতে পিছপা হবেন না, বর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সকাল ১০:৫০ মমতাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথের পর সই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সকলের শুভেচ্ছা জানালেন।
সকাল ১০:৪৩ থ্রোনরুমে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সকালে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন। বেজে উঠল জাতীয় সংগীত।
সকাল ১০:৩৮ রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড় থ্রোনরুমে গিয়ে শুভেচ্ছা জানালেন মমতাকে
সকাল ১০:৩৫ রাজভবনে গেলেন কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এখনো অনুপস্থিত সিপিএম বিজেপির প্রতিনিধিরা।
সকাল ১০:৩০ শপথ ভাষণ লিখিত আকারে হাতে পেলেন মমতা, অনুষ্ঠানের আগে তা একবার পড়ে নিচ্ছেন।
সকাল ১০:২১ রাজভবনে পৌছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০:১৬ রাজভবনে সুব্রত বক্সী, তারকা সংসদ দেব, সৌগত রায়, নাদিমুল হক।
সকাল ১০:১১ কালীঘাটের বাড়ি থেকে বেরোলে মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়িতে রাজভবনের পথে তৃণমূল নেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর।
সকাল ১০.০২ পৌঁছেছেন অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম।
সকাল ৯.৪৫ রাজধানী পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায়, শতাব্দিরায় মমতার শপথ অনুষ্ঠানে তারা আমন্ত্রিত।
সকাল ৯.৩০ মমতার শপথের দিন রাজ্যজুড়ে ধরনা কর্মসূচি বিজেপির। স্ট্রিংস গান্ধী মূর্তি পাদদেশে ধরনের অনুমতি দিল না পুলিশ। মোট তিন জায়গায় ধরনের অনুমতি না মেলায় সদর দপ্তর এ ধরনের সিদ্ধান্ত নেতৃত্বের। থাকতে পারেন জেপি নাড্ডাও।
সকাল ৯:২৫ শপথ নিয়েই নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জরুরি বৈঠক করার কথা তার তৃতীয় বারের মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাতে প্রস্তুত নবান্ন চলছে সাজেশন এর কাজ।
সকাল ৯:১৪ মুখ্যমন্ত্রীর সভায় অনুষ্ঠানে ঘিরে সেজে উঠেছে রাজভবনও আরও আঁটোসাঁটো নিরাপত্তা রাজভবনের সামনে অতিরিক্ত পুলিশ বাহিনী।
সকাল ৯:০০ তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের তার বাড়ির সামনের সাজ সাজ রব ভিড় জমিয়েছে অসংখ্য অনুরাগী।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন