Today News ডেস্ক: রোনা সংক্রমণ ঢুকত কেরালায় চলছে সম্পূর্ণ লকডাউন। গোটা রাজ্য জুড়ে চলছে কড়াকড়ি। কোন ভাইরাসের সুফল ভোগ করতে বাড়ি থেকে এক পা বেরলেই শাস্তির মুখে পড়তে হচ্ছে সেই রাজ্যের নাগরিকদের। প্রয়োজনের রাস্তায় বেরোতে গেলে পুলিশের কাছে ই-পাসের আবেদন জানাতে হচ্ছে। এর মধ্যে সম্প্রতি এক ব্যক্তি একটি ই- পাসের আবেদন জানিয়ে বলেছেন,'সেক্স করতে চাই (Need to do sex)। তাই তাকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হোক।'


েরালার কান্নুরের কান্নাপুরমের অঞ্চল থেকে এই ই-পাসের আবেদন এসেছে। যৌনসঙ্গমের জন্য ই-পাসের এহেন অভিনব আবেদন হতভম্ব পুলিশ আধিকারিকরা। কান্নুরের এক অন্য অংশে সন্ধ্যাবেলায় যেতে চেয়ে এমনটা আবেদন করেছেন ওই ব্যক্তি। আবেদন মঞ্জুর হবে কি না তা জানতে চেয়ে কান্নুরের পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়। এরপরই ওই ব্যক্তিকে খুঁজে বার করার নির্দেশ দেন কমিশনার। অবশেষে ব্যক্তির নাগাল পায় বালাপট্টনম থানার পুলিশ। কেন এই আবেদন তা জানতে চাওয়া হয় তার কাছে।

তুমি পুলিশের জেরার মুখে পড়ে সম্পূর্ণ উল্টো কথা বলেন ঐ ব্যক্তি ‌‌। তিনি জানান অটো টাইপিং এর ছেড়ে নাকি পাশের আবেদনে ফুল লেখা পড়ে গিয়েছিল তার। তুমি লিখতে চেয়েছিলাম 'সন্ধ্যা ৬ টায়'অর্থাৎ 'সিক্স o'clock' তার বদলে 'সেক্স'লেখা পড়ে গিয়েছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। তবে ই পাস নিয়ে বেশ কিছুক্ষণ নাজেহাল হন কেরালা পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন