Today News ডেস্ক: করোনাকালে ঈদ গত বছরের মতো এবারও। পরে গৃহবন্দি হয়ে খুশি উৎসব পালন করতে হয়েছে ইসলাম সম্প্রদায়ের মানুষজন কে। ঘরবন্দী বলে কি রেস্তোরাঁর বানানো খাবার থেকে বঞ্চিত হবেন? এই দিনটাতেও নিজেদেরই রান্না করে খেতে হবে? মোটেই না। তাদের ঘরে ঘরে ঈদের উপহার পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। ঈদের দিন দুয়ারে বিরিয়ানি, চিকেন চাপ, সীমায় পৌঁছে দেওয়া হবে দপ্তরের এর তরফে।
ঈদ মানেই এলাহি খাওয়া-দাওয়া। সেমাইয়ের বিরিয়ানি ছাড়া ঈদের মেনু বিমানান তো বটেই, বলতে গেলে অসম্পূর্ণ। কোভিড পরিস্থিতিতেও সেই অসম্পূর্ণতা ভরাট করতে এই বিশেষ দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এর পরে তাদের পছন্দের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। চিকেন মটন বিরিয়ানি সঙ্গে ঈদ স্পেশালে কড়কনাথের বিরিয়ানিও রয়েছে মেনুতে।
যে কোনো উৎসবে পঞ্চায়েত দপ্তরের এই উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে পূজা, পহেলা বৈশাখ, ভাইফোঁটায় নিয়ে হাজির হয়েছিল সিএডিপসি। পুরনো আবহে বিশেষ কোভিড প্ল্যাটারও চালু করেছে। তবে একটু কম স্পেশাল প্ল্যাটার নিয়ে আসা হয়েছে। ঈদ মোবারক উপলক্ষে প্ল্যাটারে বিরিয়ানি, চিকেন চাপ এবং সিমায় থাকছে।
পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিব সৌমজিৎ দাস জানান, ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত মিলবে এই স্পেশাল মেনু। একমাত্র সিএডিসির হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে হবে। হোয়াটসঅ্যাপে অর্ডার করলে বাড়িতে ঈদের প্ল্যাটার পৌঁছে দেওয়া হবে। উত্তরা রান্নাবান্নার শক্তি কিংবা রেস্তোরায় যাওয়ার ঝুঁকি ছাড়াই বাড়িতে বসে জমিয়ে হতেই পারে ঈদের খানাপিনা।
একটি মন্তব্য পোস্ট করুন