Today ডেস্ক: করোনার(Coronavirus) দ্বিতীয় ওয়েভের ঢাকায় বিপর্যস্ত গোটা দেশ। এই অবস্থায় দেশের অর্থনৈতিক বিপর্যয় কে সামাল দিতে বুধবার সকালে বড় ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর শন্তি কান্ত দাস (Shaktikanta Das)। করোনা পরিস্থিতিতে মেডিকেল পরিষেবায় তহবিলের শক্তি বাড়াতে ৫০ হাজার কোটি টাকার 'র্টাম লিকুইড ফেসিলিটি' র অর্থাৎ অতিরিক্ত নগদ যোগানের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২০২২ সালের ৩১ এ মার্চ পর্যন্ত মেডিকেল পরিষেবা ক্ষেত্রে বেশি ঋণ দিতে পারবে ব্যাংকগুলি। টিকা নির্মাতা সংস্থা থেকে শুরু করে হাসপাতালগুলি সুবিধা পাবে এই সিদ্ধান্তের।
এদিনের সাংবাদিক সম্মেলনের গভর্নর জানিয়ে দেন, করুণা সম্পর্কে অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন এক বড় চ্যালেঞ্জ। সেই কারণে দ্রুত পদক্ষেপ করতে হবে। বাড়তে থাকে সংক্রমনের ধাক্কায় বহু রাজ্য হেঁটেছে আংশিক অসম্পূর্ণ লকডাউন এর পথে। কিন্তু শক্তিপদের দাবি, ব্যবসায়ীরা এই ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে শিখে নিচ্ছেন। সেই সঙ্গে তিনি এও জানান এই পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীদের উপর যে চাপ কম পড়ে সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ করছে আর বি আই। পরিস্থিতি সামলাতে কোভিড ব্যাংক ঋণ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে সাধারণভাবে দিন অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার কথা ঘোষণা করছেন তিনি।
দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। দৈনিক সংক্রমণের হার সাড়ে ৩ লক্ষের থেকে ৪ লক্ষ্যের মধ্যে ঘোরাফেরা করছে। এর প্রভাব পড়ছে অর্থনীতিতেও। শুধুমাত্র এপ্রিলেই কাজ হারিয়েছে ৭০ লক্ষের বেশি মানুষ। বেকারত্বের হাল রাতারাতি পৌঁছে গিয়েছে ৮ শতাংশে। এমন পরিস্থিতিতে করুণর দ্বিতীয় ঢেউয়ের আঘাত সামলে উঠে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এর আজকের ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:WB Assembly election: শপথ গ্রহণে আমন্ত্রিত বুদ্ধদেব ভট্টাচার্য-সৌরভ, দেখে নিন আর কারা কারা থাকছে
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন