Today News ডেস্ক: 'দ্য কপিল শর্মা শো'য়ের সৌজন্যে তিনি হয়ে উঠেছেন এক্কেবারে ঘরের মেয়ে। সুমনা চক্রবর্তীকে (Sumona Chakravarti) এক দেখেই চেনেন দর্শকরা। তবে করুনার দাপট আর লকডাউন এর পরিস্থিতিতে একেবারেই ভালো নেই বাঙালি অভিনেত্রী। না এটি কোন গুজব নয়, নিজের মনের কথা খুলে বললেন তিনি। খাজনা থাকার যন্ত্রণা থেকে কঠিন রোগে ভোগা, সবকিছুই প্রথমবার খোলাসা করলেন ফ্যানদের কাছে।
নিজের দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে সুমনা লিখেছেন,"অনেকদিন পর শরীরচর্চা করলাম। ভালো লাগছে। কিন্তু আজকাল মাঝেমধ্যেই একদিনে আর ক্লান্তি জিতে যায়। আর তখনি নিজেকে দোষী মনে হয়। আমার হয়তো কাজ নেই, কিন্তু পরিবারকে খাওয়াতে পারছি, এটাই আমার স্বস্তি। মাঝে মাঝেই বড্ড মুড স্যুইং হচ্ছে। একটা কথা কখনো শেয়ার করা হয়নি। ২০১১ সাল থেকে এন্ডোমেট্রিওসিস রোগের সঙ্গে আমার লড়াই চলছে। দীর্ঘদিন ধরে স্টেস ফোর এ রয়েছি। ভালো খাওয়া দওয়া, শরীরচর্চা আর চিন্তামুক্ত থাকায় আমাকে সুস্থ রাখবে। কিন্তু লকডাউন টা আমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যারা আজ লেখা টি পড়লেন, নিশ্চয়ই বুঝতে পারছেন চকচক করলেই সব কিছু সোনা হয় না। আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার মধ্য দিয়ে এগোই। সবার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দুশ্চিন্তা থাকে। আর সেই জন্যেই সকলেরই তাই ভালোবাসা স্নেহের দরকার হয়।"তিনি আরো বলেন,"সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে এতকিছু লেখার সহজ ছিল না। কিন্তু যদি এর থেকে কেউ অনুপ্রাণিত হয় তাহলে ভাল লাগবে।"
আরও পড়ুন:অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে সোনা বন্ধক, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে টাকা ফেরত পেল রোগীর পরিবার
যৌনাঙ্গের কঠিন রোগে ভুগছেন কমেডিয়ান সুমনা চক্রবর্তী। চওড়া হাসির আড়ালে যে এমন গভীর যন্ত্রণা লুকিয়ে রয়েছে, কেউ টেরও পায়নি। এই রোগ এতটাই মারাত্মক যে সন্তান ধারণের সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে। কিন্তু কষ্ট আর দুশ্চিন্তা ভুলে জীবনকে উপভোগ করার পক্ষে সুমনা। তাই সম্প্রতি আন্দামানে ঘোড়ার ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে এক ব্যক্তিকে ও দেখা গিয়েছিল তার সঙ্গে। পরে জানা যায় তিনি সুমনের পুরানো বন্ধু মোহিত। ঘুরতে গিয়ে হঠাৎই দেখা হয়ে গিয়েছিল তাদের। আপাতত করোনার জেনে নতুন করে ঘরবন্দি ছোটপর্দার তারকা।
একটি মন্তব্য পোস্ট করুন