এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই অভিযুক্ত বৃদ্ধের নাম লালজি সোনি। সে ভূজের রাভানি ফালিয়ু এলাকার বাসিন্দা। সম্প্রতি এই ঘটনার দিন তাকে ওই কুকীর্তি করতে দেখে হাতেনাতে ধরেন কৃতিগিরি গোস্বামী নামে স্থানীয় এক ব্যক্তি। তাঁরা দেখেন, বাছুরটিকে গাছের পিছনে টানতে টানতে নিয়ে যান ওই বৃদ্ধ। তারপরই শুরু হয় তার কুকীর্তি । এই সময় ই লালাজি কে হাতেনাতে ধরেন কৃতিগিরি। এর পরেই তিনি খবর দেন স্থানীয় হিন্দু বাহিনীর সদস্য যশ মানকড় এবং আশেপাশের প্রতিবেশীদের। শেষ পর্যন্ত অবশ্য অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্য ভূজ পুলিশ স্টেশনে ওই বৃদ্ধ নামে মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অপ্রকৃতিস্থ সঙ্গম করার মামলা রুজু হয়েছে । ইতিমধ্যে ঘটনাটির ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে । আমি কি ঘটনাটির কথা জানতে পেরে অবাক বনে গেছেন। কেউ কেউ বৃদ্ধির উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন।
এদিকে, সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে ও সামনে এসেছে এমনই একটি ঘটনা। জানা গিয়েছে পুনে চতুশরুঙ্গি এলাকায় একটি মেয়ে কুকুর কে ধর্ষণ করে ৬৫ বছরের এক বৃদ্ধ । ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ ও ধরা পড়ে সেই দৃশ্য। স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ বহুদিন ধরেই এই কাজ করত। তাই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার কয়েকজন মিলে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগান। তাতেই পাস হয় ওই বৃদ্ধাকে কুকীর্তি। শেষ পর্যন্ত পুলিশের গ্রেপ্তার করে তাকে।
একটি মন্তব্য পোস্ট করুন