Today News ডেস্ক: হামাসের অধীনে থাকা গাজা স্ট্রিপ এর তীব্র আক্রমণ হানল ইসরাইলের বায়ু এবং স্থল সেনা। চারদিনের ভয়াবহ যুদ্ধের পরে ইজরায়েল এবং প্যালেস্তাইন দুপক্ষের কাছেই আন্তর্জাতিক আবেদন এসেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। কিন্তু সেই আবেদন তোয়াক্কা না করছে না কোনও পক্ষই।


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে রেখেছিলেন, প্যালেস্টাইনের(Palestine) জঙ্গি দল তাদের আক্রমণে রাশ না টানলে ইজরায়েলও পাল্টা আক্রমণের পথে এগোবে না। সেই মতই কাজ করছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুক্রবার সকাল সকাল সামরিক বিমান, ট্যাংক এবং কামান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। এমন একটা সময়ে যখন দেশে আরব এবং ইহুদীদের মধ্যে বিবাদ সাম্প্রতিক অতীতে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।


তার আগে ফেসবুকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লিখেছিলেন,"আমরা হামাসের কাছ থেকে চড়া মূল্য আদায় করে ছাড়ব। আমরা এখন সেটা করছি, এবং ভবিষ্যতে আরও শক্তির সঙ্গে ঠিক সেটাই করে যাব। এখনো শেষ শব্দ উচ্চারিত হয়নি। যতদিন দরকার, ততদিন চলবে এই অভিযান।"ইসরাইল হামাস সংঘর্ষে গত বৃহস্পতিবার হতাহতের সংখ্যা আরও বেড়েছে। প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি প্যালেস্টাইনি এবং ৭জন ইজরায়েলি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাহলে স্থানীয়দের মধ্যে মৃতের সংখ্যা ১৩৭ এ পৌঁছেছে।

তীব্র প্রতিঘাতে গাজার(Gaza) বাড়িঘর হয় ধুলিস্যাৎ হয়ে গিয়েছে, না হয় ভগ্নপ্রায় হয়েছে। ইজরায়েল(Israel) এবং গাজা হিংসা থামানোয় অগ্রণী ভূমিকা নিয়েছে নিয়েছে মিশর। সে দেশের এক রাষ্ট্রদূত এসে পৌঁছেছেন ইসরায়েলে। তার লক্ষ্য, দুই তরফের সঙ্গে আলোচনা করে এই সংঘর্ষের ইতি টানা। এই পদক্ষেপের পিছনে অন্যান্য আন্তর্জাতিক সংগঠন রয়েছে। রবিবার এই বিষয়ে জরুরি বৈঠক ডাকছেন রাষ্ট্রসঙ্ঘের সিকিউরিটি কাউন্সিল।
 
এদিকে, ইজরায়েল এবং গাজা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন নেটফ্লিক্সের তারকা অভিনেত্রী মাইসা আবদ এলহাদি। তিনি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন, গত রবিবার ইজরায়েলের হাইফা শহরে শান্তিপূর্ন প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ইসরাইলি বাহিনীর গুলি এসে লাগে তার পায়ে। অ্যাম্বুলেন্সে শোওয়া তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে গৃহহীন হতে বসেছে বহু প্যালেস্তানি পরিবার। তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। সেরকম এক আন্দোলনে যোগ দিয়েছিলেন মাইসা।
 

Post a Comment

নবীনতর পূর্বতন