Today News ডেস্ক: গত তিন মাস ধরে এর ওভার পারসিভিয়ারেন্সে(Perseverance) মঙ্গলের(Mars) লাল মাটিতে নানা কীর্তি গড়েছেন। এবার তার এক দোসর হাজির হতে চলেছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই সপ্তাহের শেষে সম্ভবত শুক্রবারে মঙ্গলের মাটি স্পর্শ করতে চলেছে চিনা মঙ্গলযান তিয়ানওয়েন-১ (Tianwen-1)এর একটি অংশ জুরং নামের রোভার। প্রসঙ্গত গত ফেব্রুয়ারি থেকে মঙ্গলের কক্ষপথে পাক খাচ্ছে এই মহাকাশযান।
যদি সব কিছু ঠিক থাকে তাহলে অন্তত নব্বইটি মঙ্গল দিবসে সেখানে ঘুরে বেড়াবে জুরং। এই দীর্ঘ সময় নানা নমুনা সংগ্রহ করবে সেটি। খতিয়ে দেখবে মঙ্গলপৃষ্ঠের গঠন। করবে বরফের সন্ধান। মঙ্গল অভিযান নিয়ে অত্যন্ত উচ্চাশা রয়েছে চীনের। দেশের মহাকাশ গবেষণা সংস্থার কর্তা চি ওয়াংয়ের দাবি, তাদের এই মিশনে এ পর্যন্ত মঙ্গলের যত অভিযান হয়েছে তার মধ্যে সেরা হতে চলেছে। সৌরজগতের 4 নম্বর গ্রহের আবহাওয়া ভূপৃষ্ঠ থেকে শুরু করে খুঁটিনাটি বিষয়ে তারা পর্যবেক্ষণ চালাবে বলে দাবি তার। তার ফলে লাল গ্রহ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।
আরও পড়ুন:বিরাট জীবিকা সঙ্কটের পথে ভারত
এসব আপাতত পরের কথা। এই মুহূর্তে চীনা বিজ্ঞানীরা উৎকণ্ঠায় রয়েছে রোভারের সেভ ল্যান্ডিং নিয়ে। নামার পর রোভারের সঙ্গে পৃথিবীতে অপেক্ষমান চিনা বিজ্ঞানীদের যোগাযোগ থাকে কিনা সেটা নিয়ে উত্তেজনা রয়েছে। এ পর্যন্ত আমেরিকা ও রাশিয়া ছাড়া অন্য কোন দেশি ভিনগ্রহের মাটিতে লোহার অবতরণ করতে পারেন চীন পারলে নিঃসন্দেহে তারা নয়া নজির গড়বে।
আগামী কয়েক বছরের মধ্যে মহাকাশ অভিযানে অনেকগুলি মাইলফলক ছুঁতে চায় বেজিং। সেই উচ্চাকাঙ্ক্ষী অভিযানের প্রথম ধাপ গত ফেব্রুয়ারীতে পেরিয়েছিল তারা। শ্রোতারা তখন থেকেই ঠিক ছিল মাস তিনেক মঙ্গলের কক্ষে পাট খেতে খেতে আর রোভার আলাদা হয়ে ওঠে পৃষ্ঠ অবতরণ করে সেখানে জীবনচক্রের চেষ্টা করবে।
একটি মন্তব্য পোস্ট করুন