গোটা রাজ্যে সকাল থেকেই ট্রেন্ড পরিষ্কার হয়ে গেলেও নন্দীগ্রামে সাপ-লুডুর খেলা চলছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত ১২০০ ভোটে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) কে। আর তারপরই হুইল চেয়ার ছেড়ে বাড়ির বাইরে বেরোলেন মমতা। সাংবাদিক বৈঠক এখনো না করলেও কালীঘাটে উপস্থিত হওয়া অগণিত কর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন,'এই জয় বাংলার জয়। বাংলাই পারে।' এরপরই মমতা স্পষ্ট করে দেন,'এখন প্রথম কাজ কোরনা নিয়ন্ত্রণ(Corona control)' কোভিডের জন্য সকলে যত্ন নিন।
তবে বিজয় মিছিল নিয়ে কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোলেননি। তিনি বললেন,'বিজয় মিছিল এখনই নয়, আপনারা সকলে বাড়ি গিয়ে ভাল করে স্নান করুন। সকলে মাক্স করুন। বিজয় মিছিল নিয়ে পরে জানানো হবে।'
এদিন রাজ্যের ফল নিশ্চিত হতেই দেখা গেল কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ই মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পেয়েছিলেন মমতা। আর তারপর থেকে হুইলচেয়ার ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু সম্প্রতি জানিয়েছিলেন, বাড়ি ফিরতে পারছেন না বলে প্লাস্টার কাটাতে পারছেন না পায়ের। অবশেষে রাজ্যে ফের ক্ষমতায় আসার দিনই নিজের পায়ে উঠে দাঁড়ালেন মমতা।
আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন