Today News ডেস্ক: বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ মদন ও সুব্রত কে। তাই তাকেও গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে সিবিআই দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee )। তাকে গ্রেফতার করা না হলে নিজাম প্যালেস ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা।
সোমবার সকালে নারদ কান্ডে গ্রেফতার করা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতি। 4 হেভিওয়েট কে আটক ও পরবর্তীতে গ্রেপ্তারি বেআইনি বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলেই দাবি করে তৃণমূল। এই গ্রেফতারের খবর পাওয়া মাত্রই নিজাম প্লেসে জান রত্না চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এর কন্যা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। সোমবার বেলা ১১ টার কিছুটা আগে নিজাম প্যালেস (Nizam Palace) পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:বাজার থেকে উধাও হল 'ডিম'! মাথায় হাত মধ্যবিত্তের
ত
িনি সোজা নিজাম প্যালেস ১৫ তলায় সিবিআই দপ্তরে উঠে যান মুখ্যমন্ত্রী। প্রথমে কথা বলে আইনজীবীদের সঙ্গে। এরপর সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি। দাবি করেন, যেভাবে এইচআর রাজনীতিবিদ কে গ্রেফতার করা হয়েছে তা বেআইনি। তৃণমূল নেতা তথা আইনজীবী অনিন্দ্য রাউত জানিয়েছেন, এখনো সিবিআই দপ্তর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, তাকেও গ্রেপ্তার করতে হবে। তা না হলে সিবিআইয়ের দপ্তর থেকে যাবেন না তিনি। যে চার হেভিওয়েট কে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে ৩ জন বিধায়ক। ফলে এই কোটা প্রক্রিয়া বিধানসভার অধ্যক্ষের অনুমতির প্রয়োজন। কিন্তু সিবিআইয়ের তরফে এই চার নেতার বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যপালের অনুমতি নেওয়া হয়। কিন্তু তারপর নেওয়া হয়নি অধ্যক্ষের অনুমতি। তাছাড়া দেওয়া হয়নি কোনো আগাম নোটিশ। হলিউড প্রক্রিয়া বেআইনি বলে দাবি হচ্ছে। তৈরি হচ্ছে রাজনৈতিক জটিলতা ।
একটি মন্তব্য পোস্ট করুন