ম্প্রতি ইউজারদের জন্য ‌নয়া পলিসি এনে বিতর্কে জড়িয়ে ছিল মার্ক জুকারবার্গের ফেসবুকের (Facebook) মালিকাধীন হোয়াটসঅ্যাপ(Whatsapp)। অনেক ব্যবহারকারী ই অভিযোগ ছিল অ্যান্ড টু অ্যান্ড ইন ক্রিকেট থাকলেও হোয়াটসঅ্যাপ থেকে ব্যক্তিগত চ্যাট বা তথ্য বেরিয়ে যায়। আর এরপরই প্রচারের আলোয় আসে সিগন্যাল(Signal) অ্যাপটি। অনেকই হোয়াটসঅ্যাপ থেকে সিগনাল অ্যাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। এমনকি খোদ ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ও ব্যবহার করছেন এই অ্যাপটি ‌। খুব সিগন্যাল নিজেদের টুইটার হ্যান্ডেল এসে কথা লিখেছে।


 
সম্প্রতি প্রায় ১০৬ টি দেশের ৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে মার্ক জুকারবার্গ এর ব্যক্তিগত তথ্যও। জুকারবার্গ এর ফোন নাম্বার, লোকেশন, নাম, জন্ম তারিখ, দিয়ে তথ্য এবং ফেসবুক ইউজার আইডি সামনে চলে আসে। এরপরই সাইবার এক্সপার্ট রিসার্চার ডেভ ওয়াকার জানান, শুধু জুকারবার্ক নয়, ফেসবুকের ২ কো-ফাউন্ডার ক্রিস হিউজ এবং ডাস্টিন মক্সোভিৎজের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।



এরপরে অপর একটি টুইটে জুকারবার্গকে কটাক্ষ করেন, মার্ক জুকারবার্গ নিজেও সিগন্যাল ব্যবহার করেন। তিনিও নিজের ব্যক্তিগত তথ্য সামনে আনতে চান না। তাই ফেসবুকের মালিকাধীন নয়, এমন একটি তিনিও ব্যবহার করছেন। যিনি এত বড় সংস্থার মালিক হোয়াট্সঅ্যাপ যার অধিনে, সে কিনা সিগন্যাল ব্যবহার করছেন? খোদ সাগন্যালের এর পক্ষ থেকেও বিষয়টি টুইট করা হয়।

আরও পড়ুন:পরকীয়া সন্দেহের বশে বয়ফ্রেন্ডের পুরুষাঙ্গ কেটে ফ্লাশ করে দিলো প্রেমিকা!
 
 

কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন