T
ikTok -কে ঘিরে হাজারো বিতর্কের মাঝে বড়োসড়ো মন্তব্য করে বসলো বেজিং। শুক্রবারেই রাইটার্সের এক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে কোনমতেই আমেরিকার হাতে টিকটক কে তুলে দিতে রাজি নয় চীন। এমনকি রতে অবশেষে যদি আমেরিকার টিকটক কে ব্যান্ড করে, তাতে কিছু আসে যায় না চিনের। ঠিক এমনই মন্তব্য করা হয়েছে বেজিংয়ের তরফ থেকে। যদিও এমনই এক সন্ধিক্ষণে আবার TikTok তরফে রাইটার্স কে বলা হয়েছে যে বেজিংয়ের এমনতর ভাবনার কথা জানেনই না তারা।


                            
                     লাদাখ সীমান্তে আক্রমণ এরপরই ভারতে ব্যান্ড করা হয়েছিল জনপ্রিয় শর্ট ভিডিও মেকিং অ্যাপ TikTok। আর তারপর থেকেই জনপ্রিয় সেই এপের উপর থেকে 'চীনা' তকমা হঠাৎ এ আসরে TikTok কে নিশানা করেছিল আমেরিকা। যদিও তার কিছুদিনের মধ্যেই আবার জাতীয় সুরক্ষার কারণে আমেরিকাও যে TikTok কে বিদায় জানাতে পারে এমন জল্পনাও শোনা গিয়েছিল। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দেশ থেকে টিকটক ব্যান করার নির্দেশ স্বাক্ষর করেন,

                             

                 কিছুদিন আগেই জানা গিয়েছিল যে আমেরিকায় TikTok কে বাঁচাতে microsoft-এর সঙ্গে আলোচনায় বসে ByteDance। কিন্তু যদিও পরবর্তীতে microsoft-এর তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছিল যে এই মুহূর্তে TikTom কে কিনে নেওয়া কোনো পরিকল্পনা নেই, টিকটকের ভবিষ্যৎ নিয়ে আমেরিকার সংস্থা ও Oracle- এর সঙ্গে আলোচনায় বসেন ByteDance। TikTok সঙ্গে আরো বিভিন্ন কোম্পানির চুক্তির কথা প্রকাশ্যে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত পাকাপাকিভাবে TikTok কে কিনে নেওয়ার মতো ঘোষণা করেন কোন সংস্থা।

Post a Comment

নবীনতর পূর্বতন