OnePlus 9R এর ব্র্যান্ডিং থাকছে ফোন বক্স এর উপর। সাইটে লেখা OnePlus 9R 5G । মজার কথা হলো ফোনটি মেনুফ্যাকচার হয়েছে ইন্ডিয়াতে। ফোন বক্সে থাকছে হেন্ডসেট, একটি ট্রাসপারেন্ট ব্যাক কেস এবং ইউজার ম্যানুয়াল। সঙ্গে থাকছে OnePlus এর বিভিন্ন রকমের স্টিকার। সঙ্গে থাকছে Vook 65W ফাস্ট চার্জার এবং একটি লাল রঙের ডেটা কেবল।ফোনের ডানদিকে আছে পাওয়ার বোতম এবং সাইলেন্ট মুডের জন্য একটি এলার্ট সেলাইডার। উপরে মাইক্রোফোন এবং বাম সাইটে থাকছে ভলিউম বাড়ন বা কমানর বোতম এবং নিচে আছে ডুয়েল সিম ট্রে এবং টাইপ সি পোর্ট এবং ডুয়েল স্টেরিও স্পিকার। যদি পেছনে দেখি তো পেছনে কার্ভ ডিসপ্লের সাথে ।
তার সাথে আছে Quite rear camera । সেখানে দেওয়া আছে , 48 Megapixel এর প্রাইমারি ক্যামেরা। তারপর 60 megapixel এর Wide anger camera । আর থাকছে 5 MP miceo short এর জন্য এবং 2 MP এর ডেপথ সেন্সর। সথে দুটি ফ্লাস লাইট এবং পেছনের মিডিলে ওয়ান প্লাসের ব্রান্ডিং আছে । যদিও কথা বলি এর সামনের ডিসপ্লে নিয়ে তবে 6.55 inc Amoled Display । এর ডিসপ্লে তে 120 Hz রিফ্রেশ রেটের সাথে এবং 240Hz ডিসপ্লে টার্স রেসপন্সভের মতো । সামনে বাম দিকের কর্নারে আছে একটি 16MP এর ক্যামেরা ।
বরাবরই Oxigen OS এর সাথে android 11 কে নিয়ে আসছে ফোনটি। Snapdragon 888 5G Cipset । সাথে আছে 8/128 GB ভেরিয়েন্ট অথবা 12/250 GB এর স্টোরেস।45,00 MHz এর ব্যাটি নিয়ে আসছে এই । যেখানে 8/128 দাম রাখেছে 39,999 এবং 12/250 দাম রাখা হয়েছে 43,999। তহলে আপনি কি কিনবেন ।
আরও পড়ুন:খোদ জুকারবার্গও সিগন্যাল অ্যাপ ব্যবহার করছে! নেটদুনিয়ায় ট্রোলড ফেসবুক CEO
আপনার মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন