হঠাৎ করে শোনা গেল 'মুচ্ছে সাদি কারোগি' গানের এক কলি। তাও আবার খোদ বেহালার বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তীর সামনে। 

আজ বেহালায় প্রচারে বেরিয়েছিলেন শ্রাবন্তী। তার কনভয় দাঁড় করিয়ে মাথায় বর টোপর এবং হাতে মালা নিয়ে ছুটে যেতে দেখা যায় এক ব্যক্তি কে। অবশ্য শ্রাবন্তীর সাথে থাকা তার বডিগার্ড এবং নিজে তিনিও ব্যাপারটা বুঝতে পারেননি। রীতিমত হকচকিয়ে যান সভায় । জনসমক্ষে অপরিচিত ব্যক্তিটি মাথায় বর টোপর এবং হাতে বর মালা নিয়ে ' মুচ্ছে সাদি কারোগি' গান গাইতে থাকে। অবশ্য শ্রাবন্তী হাসিমুখে এই পরিস্থিতি সামাল দেন। 

তার সাথে থাকা বডিগার্ড এবং কিছু বিজেপি সমর্থক তাকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে নিয়ে যায়। ভিডিওতে এমন শোনা যাচ্ছে 'আপনি পাগল নাকি' । তবে শেষমেশ জানা যায়। ইনি কোন পাগল নয় ইনি হলেন TV9 এর একজন সাংবাদিক। রীতিমতো এই ঘটনা সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। অনেকে তাদের মত দিচ্ছে। এই TV9 এর সাংবাদিক ‌বলেন 'এটি একটি প্রাঙ্ক ভিডিও ছিল । আমরা সবার কাছেই যাচ্ছি। রুদ্রনীলের কাছে ও গেছিলাম'। তবে কনভয়ে মধ্য থেকে রিতিমতো কঠর ভাবে প্রশ্ন করতে শোনা যায় শ্রাবন্তীকে।
ভিডিও দেখুন
 
 
 
 
 
আপনার মতামত কমেন্ট বক্সে জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন