উত্তরের সায়ন্তনী বলেন,'মানসিকতার সাইজ কে সমাপ্ত করুন।'এর পরেই এক নম্বর প্রশ্নে তিনি লিখেন,'কেন সাইজ এত জরুরি? কেন স্তনকে নারী দেহের অন্যান্য অঙ্গের মতো শুধুমাত্র একটা অঙ্গ হিসাবে মনে করা হবে না? মেয়েরা চুপ করে থাকেন বলেই সকলে সাহস পায়।'
আপনার মতামত জানান কমেন্ট বক্সে।
একটি মন্তব্য পোস্ট করুন