করুনার যেতে যেতেও এখনো গেল না। গোটা বিশ্বে ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এবার সমস্ত রেকর্ড ভাঙলো দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। ফুটবল ও সাম্বার দেশে এদিনই করুনায় মৃত্যুর সংখ্যা ৪,১৯৫ জন। যে দেশে হুহু করে সংক্রমণ বাড়লেও প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কোন হেলদোল নেই। এখনো লকডাউন করতে নারাজ তিনি। লকডাউন এর সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন। তবে এই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে বলসোনারোকে। তবে তাকে পাত্তা দিতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট, তিনি স্পষ্ট জানালেন,'লকডাউন এর কোন প্রশ্নই নেই, অর্থনীতির ক্ষেত্রে মুখ থুবড়ে পড়তে হবে লকডাউন জারি হলে। তাই অর্থনীতি সচল রাখতে লকডাউন নয়, পরিষ্কার জানিয়ে দিলেন প্রেসিডেন্ট। ভিডিও দাবি করেন, কোরনা নিয়ে উদাসীনতা দেখা যাচ্ছে বোলসোনারোর মধ্যে। টিকা নিয়ে ব্যঙ্গ করতেও দেখা যাচ্ছে তাকে। অপরদিকে ব্রাজিলে তৈরি হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি।
আরও পড়ুন:বর টোপর হাতে বর মালা নিয়ে সিনেমা স্টাইলে শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব দিলেন ইনি !
আপনার মতামত জানান কমেন্ট বক্সে
একটি মন্তব্য পোস্ট করুন