বিয়ের অনুষ্ঠানে অনেক সময় নানা রকম অপ্রীতিকর বা মজার ঘটনা ঘটে। তবে কখনো সখনো সেগুলি খবরের শিরোনামে উঠে আসে। সম্প্রতি সামনে এসেছে সেরকমই একটি ঘটনা। যেখানে বিয়ের দিনই পাত্র জানতে পারল, যে মেয়েকে তিনি বিয়ে করতে চলেছেন, তিনি আসলে সম্পর্কে তার বোন। আজ্ঞে হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্যি। বিয়ের অনুষ্ঠানে পাত্রের মা জানতে পারেন, কনে আর কেউ নয়, তার হারিয়ে যাওয়া মেয়ে। যে কিনা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে চিনের জিয়াংসু প্রদেশের সুঝৌউ এলাকায়।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, ওই মহিলার ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল এক যুবতীর। সবকিছু পরিকল্পনামাফিক চলছিল। তবে বিয়ের দিনই পাত্রী হাতে একটি জন্মদাগ দেখতে পান। আর ঠিক সেরকমই একটি ডাকছিল ছোটবেলায় হারিয়ে যাওয়া তার মেয়ের হাতেও। এর পরেই দেরি না করে পাত্রীর মা বাবাকে গিয়ে ছেলের মা প্রশ্ন করেন, পাত্রী তাদের নিজের মেয়ে কিনা? প্রশ্ন শুনে পাত্রীর মা-বাবা কিছুটা অবাক হয়ে যান। যদিও পরে জানান, এই যুবতী তাদের নিজেদের সন্তান নয়। তাকে অনেক বছর আগে রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলেন। আর তারপর নিজেদের মেয়ের মত করেই বড় করে তুলেছেন। এরপরই পাত্রের মা বুঝতে পারেন, হবু পুত্রবধূ তারই হারিয়ে যাওয়া সেই কন্যা।
বিষয়টি সামনে আসতেই কান্নায় ভেঙে পড়েন মা-মেয়ে দুজনেই। পাত্রী জানায়, বহুদিন ধরেই নিজের আসল মা বাবার পরিচয় জানার চেষ্টা করছিলেন তিনি। অবশ্যই সেটা জানতে পেরে খুবই খুশি হয়েছেন। বিয়ের থেকেও নিজের আসল মা বাবার পরিচয় জানতে পারায় তার কাছে গুরুত্বপূর্ণ। এদিকে পাত্র-পাত্রী যে আসল ভাইবোন সে কথা জানতে পেরে অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি দুজনের বিয়ে হবে? এক্ষেত্রে পাত্রী মা জানিয়ে দেন, বিয়েতে কোন সমস্যা নেই। কারণ দুজনে একই মা-বাবার সন্তান নন। মেয়ে হারিয়ে যাওয়ার পর ওই ছেলেটিকে দত্তক নেন তিনি। তাই এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর বিয়েটিও সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:টানা তিনদিন ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায়
কমেন্ট বক্সে আপনার মতামত জানান
একটি মন্তব্য পোস্ট করুন