কারফিউ নিয়ম ভাঙ্গার জন্য গ্রেপ্তার হলেন বলিউড নায়ক জিমি শেরগিল। তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও ১৫০ জন।। পাঞ্জাবের লুধিয়ানায় একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন জিমি। যার নাম 'ইওর অনার'। সেই শুটিংয়ে কারফিউ নিয়ম ইউনিটের কোনও সদস্যই মানেননি বলে অভিজোগ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইশ্বর নিবাস । প্রসঙ্গত, লুধিয়ানার সন্ধ্যা ছ'টি থেকে ভোর পাঁচটি পর্যন্ত কারফিউ জারি রয়েছে।








আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন