পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের ৯.৫ লক্ষ্য ট্যাব দেবে সরকার থেকে। নেত্রী নবান্ন থেকে বলেন, 'ছাত্র- ছাত্রী কোরনা‌‌ প্যান্ডামিকে পড়াশোনার ক্ষতি হয়েছে। সেই জন্য গভমেন্ট থেকে  দ্বাদশ শ্রেণীর ৯.৫ লক্ষ্য ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হবে। এরমধ্যে অন্তর্ভুক্ত থাকবে মাদ্রাসা এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুল গুলি। তাছাড়া সরকার থেকে দেওয়া হবে প্রাথমিক স্কুল গুলোতে কম্পিউটার এর সুবিধা।


তিনি আরো বলেন, 'অনেক ছাত্র- ছাত্রী তারা অনলাইন ক্লাসে উপস্থিত হতে পারছে না। তাদের হাতে অনলাইন ভিডিও কলিং এর জন্য পর্যাপ্ত ফোন অথবা গেজেট নেই। তারা দ্বাদশ থেকে ভালো রেজাল্ট করে গ্রাজুয়েশনের ভর্তি হতে পারে তার জন্য এই পদক্ষেপ।



পশ্চিমবঙ্গে ৩৬,০০০ সরকারি এবং সরকার দ্বারা অনুমোদিত স্কুল, ১৪,০০০ উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং ৬৩৬ টি মাদ্রাসা আছে।


তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সরকারি চাকরিজীবীদের ৩% দিয়ে দেবেন ১লা জানুয়ারি ২০২১। তার জন্য বাজেয়াপ্ত টাকার পরিমাণ ২,২০০ কোটি টাকা।


আপনার মতামত কমেন্টে জানান।







Post a Comment

নবীনতর পূর্বতন