![]() |
Image-Apple |
'টু-ওয়ে' অর্থাৎ দুই সাইট দিয়ে ওয়ারলেস চার্জিংয়ের দুইটি পেটেন্ট অনুমোদন পেয়েছে অ্যাপেল। পেটেন্ট ছবিতে দেখা গেছে iPhone, iPad এবং iWatch সহ বিভিন্ন ডিভাইস চার্জ করছে ম্যাকবুক।আইপ্যাড এবং আইফোনের ছবিতেও দেখানো হয়েছে এই প্রযুক্তি।
ইতিমধ্যে অনেকের কাছে পরিচিত এই রিভার্স ওয়্যারলেস প্রযুক্তি। অন্য অন্য অনেক স্মার্ট ফোন প্রতিষ্ঠান গুলির ডিভাইসে এই প্রযুক্তি দেখা গেছে। যেটাকে এককথায় ওয়ারলেস চারজিং বলে থাকি।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, পেটেন্ট এর ছবি থেকে ধারণা করা হচ্ছে,এই প্রযুক্তির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রেখেছে অ্যাপল। ম্যাকবুকের লিভ কভার,কিবোর্ড এর পাশে হাত রাখার জায়গা বা ট্র্যাকপ্যাড কে আইওএস ডিভাইসের ওয়্যারলেস চার্জিং পেট হিসেবে ব্যবহার করা যাবে।
এই পেটেন্ট এর মাধ্যমে অ্যাপেল যে সমস্যা সমাধানের দাবি করছে তা হল, গ্রাহকের কাছে হয়তো যথেষ্ট পাওয়ার আউটলেট বা পাওয়ার ব্রিক নেই বা বিদ্যুৎ সংযোগ নেই, সে ক্ষেত্রে সহায়ক হতে পারে ওই ওয়ারলেস চার্জিং প্রযুক্তি।
পেটেন্ট অ্যাপেল জানাচ্ছে, "স্টান্ডার্ড কানেক্টর এবং কেবল থাকা সত্ত্বেও"প্রতিটি ডিভাইসের আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই দরকার হয়। কিছু ক্ষেত্রে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা পাওয়ার সাপ্লাই বিরক্তিকর হয়ে উঠতে পারে।
আরো কিছু ক্ষেত্রে সহায়ক হতে পারে এই ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। ধরুন, গ্রাহকের কাছে চার্জার নেই আর তার অ্যাপেল ওয়াচ এয়ারপড়সের এর চার্জ ফুরিয়ে গেছে, সেক্ষেত্রে আই ফোনের উপরই ডিভাইসগুলি রাখলে তা চার্জ করা শুরু করে দেবে।
বেশ কিছুদিন ধরে এমন গুজব শোনা যাচ্ছে, পুরোপুরি পোর্টহীন আইফোন বানানোর লক্ষ্যে কাজ করছে অ্যাপল। অর্থাৎ চার্জিং পোর্টই থাকবে না। প্রতিষ্ঠানটি যদি সত্যিই পোর্টবিহীন আইফোনের পথে হেঁটে থাকে, সেক্ষেত্রেও কার্যকরী হতে পারে এই প্রযুক্তি অর্থাৎ ওয়্যারলেস চারজিং।
বর্তমানে ম্যাকবুক এবং আইপ্যাডের বডি বানানো হয় অ্যালুমিনিয়াম দিয়ে। জাওয়ালের চার্জিং সমর্থন করে না। ফলেএই প্রযুক্তি কাজে লাগাতে অন্য উপাদান দিয়ে বানাতে হবে ডিভাইসের বডি। এখন শুধু সময়ের অপেক্ষা।
কমেন্ট বক্সে আপনার মতামত জানান।
একটি মন্তব্য পোস্ট করুন