১লা মে থেকে ভারতে তৃতীয় পর্যায়ের কোভিডের টিকাকরনে যোগ দিতে পারবেন ১৮- ৪৪ বছর পর্যন্ত বয়সের মানুষজন। তার আগাম প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে  বুধবার ২৮ এপ্রিল থেকেই। মনে রাখবেন, করোনার টিকাকরনের জন্য প্রথমেই CoWIN পোর্টাল থেকে রেজিস্টার করতে হবে। শিরিন স্টেশনের প্রক্রিয়ায় শুরু হয়ে যাচ্ছে ২৮ এপ্রিল থেকে, বুধবার ঠিক দুপুর ১২ টা থেকে। পাশাপাশি আবার ভারত সরকার কন্টাক্ট ট্রেসিং অ্যাপ্লিকেশন Aarogya Setu থেকেও টিকা করনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। তাছাড়াও রয়েছে UMANG নামক আরো একটি অ্যাপ। যেখান থেকেও কোভিদ টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন টি Google Play Store এবং Apple App store থেকে ডাউনলোড করতে পারবেন। জেনে রাখা দরকার, CoWIN অ্যাপ এ বেশ কিছু সমস্যা থাকার কারণে, CoWIN পোর্টাল থেকে কবিরের টিকাকরণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।


আরও পড়ুন:বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের, ভোটের ফল প্রকাশের পর হবেনা কোন রকম সেলিব্রেশন

রেজিস্ট্রেশন করার আগে জরুরী কিছু তথ্য জানুন-(Key Things to know Before Covid-19 Vaccine Registration)

১) এদিন ঠিক বিকেল ৪ টে থেকে শুরু হচ্ছে ১৮ বছর ও তার বেশি বয়সীদের টিকা করনের জন্য রেস্টেশনের প্রক্রিয়া
২) cowin.gov.in, Aarogya Setu, UMANG app থেকে ঠিক বিকেল ৪ টের সময় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
৩) Aarogya Setu এবং UMANG app পেয়ে যাবেন Google play store এবং apple app store থেকে।

৪) অনেকে অভিযোগ করছেন যে, CoWIN অ্যাপ কাজ করছে না। তাঁদের জেনে রাখতে হবে , Covid-19 টিকার জন্য CoWIN পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

CoWIN ওয়েবসাইট থেকে Covid-19 ভ্যাকসিনের জন্য কী ভাবে রেজিস্টার করবেন? (How To Register For Covid-19 Vaccine Via CoWIN Website)

* প্রথমেই CoWIN ওয়েবসাইট বা cowin.gov.in ইউআরএলটি ভিজিট করুন।
* সেখানে গিয়েই Register/Sign in Yourself অপশনে ক্লিক করুন।
* এবার মোবাইল নম্বর দিয়ে দিন এবং OTP নম্বর পাওয়ার অপশনটি ক্লিক করুন।
* OTP নম্বর দিয়ে দিন এবং Enter অপশনে ক্লিক করুন।
* এরপরে Register For Vaccination পেজে ক্লিক করুন এবং আপনার সমস্ত ডিটেইলস দিয়ে দিন। যেমন, ফোটো আউডি প্রুফ, নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ ও সাল।
* এবার Register অপশনে ক্লিক করুন।

* Schedule An Appointment অপশনটি দেখানো হবে আপনাকে।
* সেখানে গিয়ে Schedule Next অপশনে ক্লিক করুন।
* পিনকোড দিয়ে দিন এবং সার্চ বাটনে ট্যাপ করুন।
* যে কোনও একটি তারিখ এবং সময় বেছে নিন। তারপরে Confirm অপশনে ক্লিক করুন। যে কোনও একটি লগইন থেকে CoWIN ওয়েবসাইট, অন্তত চারটি সদস্যকে যোগ করানোর সুযোগ দেবে।

Aarogya Setu অ্যাপ থেকে Covid-19 ভ্যাকসিনের জন্য কী ভাবে রেজিস্টার করবেন? (How To Register For Covid-19 Vaccine )

* প্রথমেই আপনার স্মার্টফোন থেকে Aarogya Setu অ্যাপটি খুলুন এবং তার পরে হোমস্ক্রিন থেকে CoWIN ট্যাবে ক্লিক করুন।
* Vaccination Registration অপশনটি সিলেক্ট করুন এবং তার পরে ফোন নম্বর দিয়ে দিন। তার পরই OTP অপশন দেখানো হবে। সেখানে ক্লিক করুন।
* Verify অপশনে ক্লিক করুন ও OTP দিয়ে দিন।
* এবার আপনাকে নিয়ে যাওয়া হবে Registration of Vaccination পেজে। সেখানে গিয়ে সমস্ত জরুরি তথ্য দিয়ে দিন।
* এর পরবর্তী ধাপগুলি CoWIN পোর্টাল থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার মতোই। সেই একই পদ্ধতিই অবলম্বন করুন।

আরও পড়ুন:'কুচ তো শার্ম করো' মালদ্বীপে কোভিড-১৯ এর মধ্যে সেলিব্রিটিদের ছুটি কাটানো নিয়ে কটাক্ষ নামাজউদ্দিন সিদ্দিকীর 

 

 

 

 

 

 

 

 

আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন