![]() |
ছবি শুভ্রজিৎ চন্দ্র |
আজ শুক্রবার টা একটু অন্যরকম কারন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শুধুমাত্র পাহাড়ের তিনটি আসন ছেড়ে ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষনা করলেন আজ। উল্লেখ্য , এবারের সবথেকে বড় চর্চার বিষয় নন্দীগ্রাম সিটটি নিয়ে। মমতা আগেই জানিয়েছিলেন তিনি নন্দীগ্রাম থেকে ২০২১ বিধানসভা ভোট লড়বেন(west bengal assembly election 2021)। এবার প্রার্থী তালিকায় দেখা যাবে বাংলা টলিপাড়ার অনেক তারকা। প্রার্থী তালিকা ঘোষনা করতে গিয়ে মমতা বলেন,' খেলা হবে, দেখা হবে।' এদিন মাননীয়া বলেন 'এটা স্মাইলি নির্বাচন।' ৯ মার্চ ইস্তেহার প্রাকাশ হবে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃনমূল থেকে কে কোথা থেকে লড়ছেন ২০২১ এর নির্বাচনী যুদ্ধ।
১. ডায়মন্ড হারবার-পান্নালাল হালদার
২.যাদবপুর- মলয় মজুমদার
৩.রায়দিঘি-আলোক জলদাতা
৪.গোসবা-জয়ন্ত নস্কর
৫. বৈষ্ণবনগর-চন্দন সরকার
৬.মোথাবাড়ি-সাবিনা ইয়াসমিন
৭.মালদা-উজ্জ্বল চৌধুরী
৮.মানিকচক-সাবিত্রী মিত্র
৯.গঙ্গারামপুর-গৌতম দাস
১০.হরিরামপুর-বিপ্লব মিত্র
১১.সুজাপুর-মহম্মদ আব্দুল ঘানি
১২.চাঁচোল-নীহাররঞ্জন ঘোষ
১৩.মালতীপুর-আব্দুল রহিম বক্সি
১৪.হরিশ্চন্দ্রপুর- তাজমুল হোসেন
১৫.হাবিবপুর-সরলা মুর্মু
১৬.তপন-কল্পনা কিস্কু
১৭.গাজোল-বাসন্তী বর্মন
১৮.কুশমন্ডি-রেখা রায়
১৯.কালিয়াগঞ্জ-তপন দেব সিং
২০.হেমতাবাদ-সত্যজিৎ বর্মন
২১.ইসলামপুর-আব্দুল করিম চৌধুরী
২২.গোয়ালপোখর-মহম্মদ গোলাম রব্বানি
২৩.চাকুলিয়া-মিনহাজুল আরফিন আজাদ
২৪.চোপড়া- হামিদুল রহমান
২৫.কুমারগঞ্জ-তোরাফ হোসেন মন্ডল
২৬.লাভপুর-অভিজিৎ সিনহা
২৭.সোনামুখী-শ্যামল সাঁতরা
২৮.কালনা-দেবপ্রসাদ বাগ
২৯.মেমারি-মধুসূদন ভট্টাচার্য
৩০. ভাতার-মনগোবিন্দ অধিকারী
৩১. ভগবানপুর-অর্ধেন্দু মাইতি
৩২.পিংলা-অজিত মাইতি
৩৩. দাসপুর-মমতা ভূঁইয়া
৩৪.চন্দ্রকোনা-অরূপ ধাড়া
৩৫.মহিষাদল-তিলক চক্রবর্তী
৩৬.তমলুক-সৌমেন মহাপাত্র
৩৭.বোলপুর-চন্দ্রনাথ সিনহা
৩৮.খড়দহ-কাজল সিনহা
৩৯.রায়গঞ্জ-কানাইয়ালাল আগরওয়াল
৪০.রতুয়া-সমর মুখোপাধ্যায়
৪১.টালিগঞ্জ-অরূপ বিশ্বাস/মমতা বন্দ্যোপাধ্যায়
৪২.ডোমজুড়-কল্যান ঘোষ
৪৩.বালিগঞ্জ-সুব্রত মুখোপাধ্যায়
৪৪.কসবা-জাভেদ খান
৪৫.বিধান নগর-সুজিত বসু
৪৬.বারাসাত-চিরঞ্জিত
৪৭.হাবরা-জ্যোতিপ্রিয় মল্লিক
৪৮.জঙ্গিপুর-জাকির হোসেন
৪৯.রেজিন গর-রবিউল আলম চৌধুরী
৫০.জলঙ্গি-আব্দুর রেজ্জাক
৫১.হরিণঘাটা-নীলিমা বাঘ
৫২.ফাঁসিদেওয়া-ছোটন কিস্কু
৫৩.ডাবগ্রাম ফুলবাড়ি-গৌতম দেব
৫৪.হাওড়া উত্তর-গৌতম চৌধুরী
৫৫.আরামবাগ-সুজাতা মন্ডল
৫৬.কেশপুর-শিউলি শাহা
৫৭.সবং-মানস ভুঁইয়া
৫৮.শ্রীরামপুর-সুদীপ্ত রায়
৫৯চন্দননগর-ইন্দ্রানী সেন
৬০.ডেবরা-হুমায়ুন কোভিদ
৬১.পান্ডুয়া-রত্না দে নাগ
৬২.পাঁশকুড়া পশ্চিম-ফিরোজা বেগম
৬৩.কাঁথি উত্তর-তরুণ কুমার সাহা
৬৪.রামনগর-অখিল গিরি
৬৫.বালি-রানা চট্টোপাধ্যায়
৬৬.শ্যামপুকুর-শশী পাঁজা
৬৭.হাওড়া মধ্য-অরূপ রায়
৬৮.সাঁকরাইল-প্রিয়া পাল
৬৯.পূর্বস্থলী দক্ষিণ-স্বপন দেবনাথ
৭০.পাণ্ডবেশ্বর-নরেন্দ্রনাথ চক্রবর্তী
৭১.নানুর-বিধানচন্দ্র মাঝি
৭২.হাসন-অশোক চট্টোপাধ্যায়
৭৩.কলকাতা বন্দর-ফিরহাদ হাকিম
৭৪.হিঙ্গলগঞ্জ-দেবেশ মন্ডল
৭৫.পাথরপ্রতিমা-সনদ জানা
৭৬.কাকদ্বীপ-মন্টুরাম পাখিরা
৭৭.জঙ্গিপুর-জাকির হোসেন
৭৮.বেহালা পশ্চিম-পার্থ চট্টোপাধ্যায়
৭৯.চাকদা- শুভঙ্কর সিং
৮০.নৈহাটি- পার্থ ভৌমিক
৮১.চন্ডিপুর -সোহম চক্রবর্তী
৮২.মাথাভাঙ্গা- গিরীন্দ্রনাথ বর্মন
৮৩.মেখলিগঞ্জ -পরেশ চন্দ্র অধিকারী
৮৪.ইংরেজবাজার- কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
৮৫.শীতলকুচি -পার্থ প্রতিম রায়
৮৬.কোচবিহার উত্তর- বিনয়কৃষ্ণ বর্মন
৮৭.কোচবিহার দক্ষিণ- অভিজিত দে ভৌমিক
৮৮.সিতাই- জগদীশ চন্দ্র বর্মা
৮৯.দিনহাটা- উদয়ন গুহ
৯০.নাটাবাড়ি -রবীন্দ্রনাথ ঘোষ
৯১.তুফানগঞ্জ- প্রণব কুমার দে
৯২.কুমারগ্রাম -লিওস কুজুর
৯৩.কালচিনি- পাসাং লামা
৯৪.রায়গঞ্জ -খগেশ্বর রায়
৯৫.মাটি গড়া নকশালবাড়ি -ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়
৯৬. রতুয়া -সমর মুখোপাধ্যায়
৯৭.চাকুলিয়া -মিনহাজুর অরবিন্দ আজাদ
৯৮.ইটাহার -মোশারফ হোসেন
৯৯.বালুরঘাট -শেখর দাস গুপ্ত
১০০.গঙ্গারামপুর- গৌতম দাস
১০১.চাঁচল- নিহির রঞ্জন ঘোষ
১০২. মন্তেশ্বর-সিদ্দিকুল্লা চৌধুরী
১০৩. করণদিঘি-গৌতম পাল
১০৪. ফালাকাটা- সুভাষ রায়
১০৫. মাদারিহাট -রাজেশ লাকরা
১০৬. ধুপগুড়ি- মিতালী রায়
১০৭. জলপাইগুড়ি-প্রদীপ কুমার বর্মা
১০৮. মাল -বুলুচিক বারাইক
১০৯. নাগরাকাটা -জোসেফ মুন্ডা
১১০. আলিপুরদুয়ার -সৌরভ চক্রবর্তী
১১১. ময়নাগুড়ি -মনোজ রায়
১১২. মেদিনীপুর শহর- জুন মালিয়া
১১৩. বাঁকুড়া -সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
১১৪. শিলিগুড়ি -অম্প্রকাশ মিশ্রা
১১৫. বেলগাছিয়া -অতীন ঘোষ
১১৬. আসানসোল দক্ষিণ -সায়নী ঘোষ
১১৭. উত্তরপাড়া -কাঞ্চন মল্লিক
১১৮. ঝাড়গ্রাম -বিরবাহা হাঁসদা
১১৯. কৃষ্ণনগর উত্তর -কৌশানী মুখোপাধ্যায়
১২০. রাজারহাট গোপালপুর -অদিতি মুন্সি
১২১. ঝারগ্রাম -বিরবাহা হাঁসদা
১২২. সিঙ্গুর -বেচারাম মান্না
১২৩. বেহালা পূর্ব -রত্না চট্টোপাধ্যায়
১২৪. উলুবেরিয়া পূর্ব -বিদেশ বসু
১২৫. কামারহাটি -মদন মিত্র
১২৬. শিবপুর -মনোজ তিওয়ারি
১২৭. রাজবিহারী -দেবাশীষ কুমার
১২৮. জোড়াসাঁকো -বিবেক গুপ্তা
১২৯. দমদম উত্তর -চন্দ্রিমা ভট্টাচার্য
১৩০. সোনারপুর দক্ষিণ- লাভলী মিত্র
১৩১. ব্যারাকপুর -রাজ চক্রবর্তী
১৩২. নন্দীগ্রাম -মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন ভবানীপুরে প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। আমি যখন কথা দেই কথা রাখি। পাহাড় তিনটি আসনে আমরা লড়ছি না। ২৯১ টি আসলে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি।সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন সুব্রত বক্সি। এর পরেই প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস। ৮০ বছর বয়স হয়েছে এমন ব্যক্তিকে প্রার্থী করা হবে না তিনি তা আগেই জানিয়ে দিয়েছিলেন। নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান কিনা অপেক্ষায় গোটা রাজনৈতিক মহল। মমতার কেন্দ্রে প্রার্থী কে হবেন তা নিয়ে চলছে বিরাট চর্চা।
একটি মন্তব্য পোস্ট করুন