বান্দ্রার ফ্লাটে গত বছর ১৪ জুন উদ্ধার হয় 'কেদারনাথ' এর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। মৃত্যু তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য। স্বজনপোষণ থেকে মাদক ইস্যু। এই মাদক যোগের তদন্তে নামে নারকটিক্স কন্ট্রোল ব্যুরো।একের পরে এক পর্বের পর মাদক যোগে গ্রেপ্তার হন সুশান্তের লিভিং বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। এক মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পায় রিয়া। সৌভিক তিন মাস পর মুক্তি পায় NCB এর হেফাজত থেকে। প্রয়াত সুসান সিং রাজপুত কে মাদক যোগান দেওয়ার অভিযোগ রয়েছে রিয়া ও তার ভাইয়ের উপর।
এই তদন্তে এক এক করে জড়িয়ে পড়েন বলিউডের নামিদামি তারকারা। NCB এর জেরায় ডাক পড়ে দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিংহ, সারা আলি খান, অর্জুন রামপাল সহ বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি কে।
একটি মন্তব্য পোস্ট করুন