ভারতের শাসক দল বিজেপির যোগদান করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। রবিবারে এক টুইট বার্তায় অভিনেত্রী দাবি করেন,'নিজেদের টিকিয়ে রাখতে সব সময় ক্ষমতার অপব্যবহার করে থাকেন'মমতা এবং অভিষেক!

হিন্দুস্তান টাইমস জানিয়েছে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে অভিনেত্রীর গেরুয়া শিবিরে নাম লেখানো গুঞ্জন উঠেছিল। অবশেষে একুশের বিধানসভা ভোটের আগে পদ্মশিবিরে শ্রাবন্তী।

নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের অবকাশ নেই। কাতার মধ্যেই রাজনীতিতে যোগ দিয়ে সেই বিতর্ককে খানিকটা উসকে দিয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের। বিজেপিতে নাম লিখানোর পর থেকেই নানা সময়ে শাসক দলের নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী। তবে এদিন সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে না করলেও গতকাল রোববার তাকে আক্রমণ করে বসেন শ্রাবন্তী।


মোদীর ব্রিগেড সমাবেশের দিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করে শ্রাবন্তী লেখ- 'বেশিরভাগ নেতা মন্ত্রী ও সমর্থক তৃণমূল থেকে বেরিয়ে আসছে পিসি ও ভাইপো রাজনীতির জন্য। নিজেদের টিকিয়ে রাখতে সব সময় ক্ষমতার অপব্যবহার করে থাকেন তারা দুজন।'

Post a Comment

নবীনতর পূর্বতন