দিও প্রথম দু'দফায় দক্ষ রাজনৈতিক কর্মীদের উপর ভরসা রেখে ছিলেন BJP। কিন্তু পরের দফায় প্রার্থী তালিকা জুড়ে থাকল তারকা চমক।লোকসভায় 'পাস করা' প্রার্থী লাইফের ঠাঁই পেল একুশের বিধানসভার তালিকায়। বিধানসভা ভোটে লড়বেন ৪ সাংসদ। সঙ্গীত টিকিট পেলেন বলিউডের তারকা যশ গুপ্ত তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকার।

২৯১ টি আসোনি তৃণমূল আগেই প্রকাশ করেছে তাদের প্রার্থী তালিকা। রবিবার দিল্লি থেকে প্রকাশিত হয়েছে বিজেপি আংশিক প্রার্থী তালিকা। BJPর এই চার সাংসদ ফির নামতে চলেছে বিধানসভার ভোট যুদ্ধে, ঘোষণা করেছে দল। টালিগঞ্জ দখলে এবার বিজেপির বাজি গায়ক, নায়ক তথা সাংসদ বাবুল সুপ্রিয়। টলিপাড়ার বরাবর মন্ত্রী অরূপ বিশ্বাস এর শক্ত ঘাঁটি। কিন্তু বিগত কয়েক বছর ধরে তোলপাড় এই টলি ইন্ডাস্ট্রি। তৃণমূল হিসেবে পরিচিত অভিনেতা-অভিনেত্রীর নাম লিখিয়েছে গেরুয়া শিবিরে। আর এই অবস্থায় টালিগঞ্জের পদ্মকাঁটাতে বাউলকে বেছে নিয়েছে BJP উচ্চপদস্থ নেতৃত্ব। বাবুল ছাড়াও ভোটে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত ও নিশীথ প্রামানিক। রকেট লড়বেন চুঁচুড়া থেকে, তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বপন দাশগুপ্ত, দিনহাটা কেন্দ্রের প্রার্থী নিশীথ পরামানিক।

যদিও দু'দফার প্রার্থী তালিকায় তারকা চমক না থাকলেও এবারের তালিকায় গ্ল্যামারের  ছড়াছড়ি। চন্ডীতলা তৃণমূলের প্রার্থী করা হয়েছে অভিনেতা সোহমকে।টলিপাড়ার এক হিরোর সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা যাবে আরেক হিরো যশ দাশগুপ্ত কে। চন্ডীতলা থেকে লড়বেন যশ। এছাড়াও অভিনেত্রী পায়েল সরকার বিজেপির বেহালা পূর্ব থেকে এবং তনুশ্রী চক্রবর্তী লড়বেন হাওড়া শ্যামপুকর কেন্দ্র থেকে।

এদিন তৃণমূল BJP প্রার্থী তালিকা নিয়ে তোপ দেগেছেন। ঘাসফুল শিবিরের একাংশের কটাক্ষ BJP দাবি করে তাদের নেতার অভাব নেই। তৃণমূল কটাক্ষ করে বলেন, "সে ক্ষেত্রে পাস করা ছাত্র দের ফের পরীক্ষায় বসানোর প্রয়োজন কেন পড়ল প্রশ্ন তৃণমূলের।"

Post a Comment

নবীনতর পূর্বতন