তৃণমূল কংগ্রেসের বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas) যোগদান করছেন বিজেপিতে। আজি বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই হেস্টিংস এ বিজেপি পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:TMC Candidate List 2021 Election: তৃণমূলের দল তারকার দল, মমতার দাঁড়াতে পারেন দুটি জায়গার!
বিধানসভা ভোটে টিকিট পানি বসিরহাটের দক্ষিণের(Basirhat Dakshin) হৃদয় বিদায়ক দীপেন্দু বিশ্বাস। টিকিট না পাওয়ায় দীপেন্দু বিশ্বাস সহ তার অনুগামীদের ক্ষোভে ফেটে পড়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনই ক্ষোভ প্রকাশ জানিয়েছিলেন তিনি। কেন তাকে এবার টিকিট দেওয়া হলো না,দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও সেদিন দলবদল নিয়ে কোনো ঘোষণা করেননি তিনি। তবে এর পরেই আজ তার বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দিপেন্দু বিশ্বাসকে টিকিট দেয়া তৃণমূল। বসিরহাট দক্ষিণ বিজেপির শমীক ভট্টাচার্য কে হারিয়ে জয়ী হন প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস।২৪ হাজারের কিছু বেশি ভোটে শমীক ভট্টাচার্য কে হারিয়ে জয়ী হন তিনি। দিপেন্দু বিশ্বাস এর প্রাপ্ত ভোট ছিল ৮৮,০৮৫। সেখানে শমীক ভট্টাচার্য পান ৬৪,০২৭টি ভোট।
একটি মন্তব্য পোস্ট করুন