০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ায় গেরুয়া শিবিরে যোগ দিলেন একাধিক নেতা নেত্রী। সোমবার BJP তে যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিধায়ক নেত্রী সোনালী গুহ(Sonali Guha)। তিনি সাতগাছিয়ার বিধায়ক। একইসঙ্গে যোগদান করলেন শিবপুর এর বিধায়ক জটু লাহিড়ী(Jatu Lahiri), সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য(Rabindranath Bhattacharya) ও তার ছেলে। বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস(Dipendu Biswas),অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanushree Chakraborty) ও এদিন গেরুয়া শিবিরের নাম লেখালেন। এদিন হেস্টিংসের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

একই সঙ্গে বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েও এদিন দলবদল করলেন মালদার হাবিবপুর এর বিধায়ক সরলা মুর্মু(Sarala Murmu)। তার সঙ্গেও মালদা জেলা সভাপতি গৌর চন্দ্র মন্ডল (Gour Chandra Mandal), জেলা কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ীও(Amlan Bhaduri) পদ্ম শিবিরে নাম লেখালেন। তাদের হাত ধরেই BJP তে এলেন মেলা জেলা পরিষদের একাধিক সদস্য।ফলে মালদা জেলা পরিষদে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বিজেপি।

Post a Comment

নবীনতর পূর্বতন