কেউ কেউ বলল, খেলা হবে, মোদীজি স্টেডিয়ামটাই দখল করে নিলেন। বসন্ত এসে গিয়েছে। লাল রঙের ফুল ফোটাবো কেউ আটকাতে পারবেনা - বললেন সেলিম।
দেশকে বিক্রি করার চেষ্টা করছে বিজেপি। গুজরাট মডেলের কথা বলছে। গুজরাটি নিজের নামে স্টেডিয়াম করেছেন মোদি।
বঙ্গ সফর কোন তীর্থযাত্রা থেকে কম নয়।-বললেন ভূপেশ বাঘেল।
আজ বড় সভা। দেশ বাঁচানোর জন্য, TMC -BJP হটানোর জন্য, বাংলা বাঁচানোর জন্য এটা বড় সভা - বললেন ডি রাজা।
ত্রিশঙ্কু হলে BJP তৃণমূল এক হলেও আশ্চর্য হবনা।তৃণমূল-বিজেপি একই মুদ্রার দুই পিঠ -বললেন সীতারাম ইয়েচুরি।
ব্রিগেডের মঞ্চ থেকে কংগ্রেসকে স্পষ্ট বার্তা পীরজাদার। বাম কর্মীদের সর্বত্র সমর্থন জানালেন আব্বাস সিদ্দিকী। মমতাকে জিরো করে দেবে জনতা।- বলেন আব্বাস সিদ্দিকী
আব্বাস সিদ্দিকীর বক্তব্য চলাকালীন উচ্ছ্বাসে ফেটে পড়লেন ব্রিগেডের জনতা।
এদিকে বিরাট কোহলি অন্যদিকে নরেন্দ্র মোদী মোবাইল চুরি করতে চলেছেন। আগামী দিনে তৃণমূল বিজেপি থাকবেনা - বললেন অধীর চৌধুরী।
আব্বাস সিদ্দিকী প্রবেশ করতেই ব্রিগেডে সমর্থকদের উচ্ছ্বাস। খানিক সময়ের জন্য বক্তব্য থামাতে হল অধীর চৌধুরী কে। এত বড় জনসভায় বক্তব্য রাখার সুযোগ আমার জীবনে এই প্রথম। বক্তব্য শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
হিন্দু হিন্দি হিন্দুস্তান চলবে না - বললেন RSP রাজ্য সম্পাদক মনোজ ভট্টাচার্য।
আগামীদিনের ধর্মনিরপেক্ষতার লড়াই হবে, গণতন্ত্রে লড়াই হবে। রাজ্যের স্বার্থে শিল্প চাই।- বললেন সূর্যকান্ত মিশ্র।
অভূতপূর্ব ব্রিগেড সমাবেশ- বললেন বিমান বসু।
বক্তাদের নাম ঘোষণার দায়িত্ব দেওয়া হলো অভিনেতা বাদশা মৈত্র কে।দায়িত্ব দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বক্তব্য রেখেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মঞ্চে উপস্থিত ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও কংগ্রেস নেতা জিতিন প্রসাদ।
বক্তব্য রেখেছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
ব্রিকেট মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
বক্তব্য রাখছেন সিপিএমের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে উপস্থিত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ এবং প্রাক্তন ছাত্রী দীপ্সিতা ধর।
মঞ্চের CPIM ও CPI সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা।
ব্রিগেড সভা স্থলে উপস্থিত পরিচালক তরুণ মজুমদার। 'টুম্পা সোনা' গান কে সমর্থন জানান তিনি। সময় উপযোগী গানের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য তার। ব্রিকেট মঞ্চে উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম।
কলকাতা শহরের একাধিক রোড ধরে ব্রিগেডমুখী বাম কংগ্রেস। ISF কর্মী-সমর্থকরা।
সভা শুরুর আগেই ভরল ব্রিগেডের মাঠ।
একটি মন্তব্য পোস্ট করুন