![]() |
আমনা ইমরান ও ঐশ্বরিয়া রাই (ডানে)। ছবি : সংগৃহীত |
ঐশ্বরিয়া রায় একসময় বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় কে, কে না চেনে। 'লাকি নো টাইম ফর লাভ'সিনেমার নায়িকা স্নেহা উলালের কথা মনে আছে আপনাদের? বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে বলে সে সময় আলোচনার কেন্দ্রে ছিলেন স্নেহা। আবারো নতুন এক স্নেহার দেখা মিলল পাকিস্তানে। তার মানে,হুবাহু ঐশ্বরিয়ার মতো দেখতে এক নারীর দেখা মিলল ভারতের প্রতিবেশী দেশটিতে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, হুবাহু ঐশ্বরিয়ার মতো দেখতে সেই পাকিস্তানি নারীর নাম আমনা ইমরান, যিনি এরইমধ্যে সোশ্যাল সাইটে ঝড় তুলেছেন। তাকে ঘিরে খবর প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম গুলি। আমনা বেশ কিছুই ভিডিও শেয়ার করেছেন, যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চনের 'এ দিল হে মুশকিল'দেবদাস ও মহাব্বতে'সিনেমার দৃশ্য যুক্ত করা হয়েছে।
অবশ্য এটা প্রথম নয় ঐশ্বরিয়ার মতো দেখতে আরো বেশ কয়েকজন আলোচনায় এসেছিলেন। তাদের মধ্যে মানসী নায়েক, অম্যুজ অম্রুতা ও মাহলাঘা জাবেরি অন্যতম।এবার সেই নামের সাথে যুক্ত হল আমনা ইমরানের নাম।
আমনার সোশ্যাল সাইটে প্রবেশ করলেন দেখা যাবে,সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় কে অনুসরণ করেন তিনি। সাদা ওভারকোট পড়ে একটি ছবি পোস্ট করেছেন আমনা। 'এ দিল হে মুশকিল' সিনেমার 'বুলেয়া' এ গানটিতে ঐশ্বরিয়া ঠিক যেমনটি খেলেছিলেন তেমন লাগছে তাকে।
একটি মন্তব্য পোস্ট করুন