দেড় দশক আগের ঘটনা ঘটে গেলো আবারও। আলিপুর চিড়িয়াখানায় সিংয়ের খাঁচায় ঝাঁপ দিয়ে গুরুতর জখম এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটেছে ঘটনাটি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে চিড়িয়াখানার ভিতরে। নতুন নাম গৌতম গুছাইত। যিনি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এর বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন আচমকাই সিংহের খাঁচার রেলিং টপকে ভেতরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। বীভৎস দৃশ্যটি নজরে আসে বেশ কয়েকজন দর্শকের। যা দেখে আতঙ্কিত চিৎকার করে ওঠে তারা। ততক্ষণে ব্যক্তির পা টেনে এনক্লোজার এর দিকে অনেকটা এগিয়ে গিয়েছে সিংহ। সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি জানানো হয় চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীদের। তারপরই রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয় চিড়িয়াখানার অন্দরে। কর্তব্যরত কর্মীদের চেষ্টায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে।সংকটজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতাল।
গৌতম সিং এর খাঁচা ঢুকলেন কি করে, তানিয়ে ঘনিয়েছে রহস্য। এদিনের ঘটনায় ফের আলিপুর চিড়িয়াখানা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এনক্লোজার এর আশেপাশে নিরাপত্তারক্ষীরা বহাল ছিলেন। তবে তাদের নজর এড়িয়ে কি করে এই ঘটনা ঘটল প্রশ্ন উঠছে তা নিয়ে।
ওই ব্যক্তি ডান পায়ে থাবা বসিয়েছে সিংহ। পাশাপাশি কোমরে চোট পেয়েছে। আপাতত আন্টি রাবিস ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তাছাড়াও পায়ের ড্রেসিং করা হয়েছে।বর্তমানে হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি তিনি। চিকিৎসকদের দাবি এ দিনের ঘটনায় সফ্ট টিস্যু ইনজুরি হয়েছে ওই ব্যক্তি। পাশাপাশি পায়ের মাসল এবং লিগামেন্ট ও যথেষ্ট 14 রয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের অভিযোগ, এদিন ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। নেশার ঘোরে কাণ্ডটি ঘটান তিনি। নিরাপত্তারক্ষীদের দাবি, গৌতম এদিন অনেকক্ষণ ধরেই সিংয়ের খাঁচার সামনে ঘুরছিলেন। নিরাপত্তারক্ষীর নজর সরাতেই ঝাঁপ দেন সিংহের খাঁচার ভিতর।গৌতমের এদিনের কান্ড মনে করিয়ে দিয়েছে দেড় দশক আগে একটি চাঞ্চল্যকর ঘটনার কথা।বাঘের গলায় মালা পরাতে গিয়ে বেঘোরে প্রাণ গিয়েছিল জয়প্রকাশ নামে এক যুবকের।
আরও পড়ুন:ফের দুর্ঘটনার কবলে মিগ-২১, শহীদ পাইলট
একটি মন্তব্য পোস্ট করুন