কুশের নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে নবান্ন বসবেন পদ্ম শিবিরের মুখ্যমন্ত্রী। মোদির মঞ্চ থেকে এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার খড়্গপুরের সভায় দিলীপ বলেন,'নবান্ন দখলের লড়াই করছে BJP। আর এই লড়াইয়ে ২০০ আসন নিয়ে জিতবে। নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন । আমারা সোনার বাংলা গড়বো।'পাশাপাশি মমতাকে খোঁচা দিয়ে দিলীপ বলেছেন, ২ মে'র পর কালীঘাটে অবসর কাটাবেন মমতা।

 
যদিও কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন,' ২০২১ এ পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তনের পর নবান্ন থেকে আমরা প্রশাসনিক কার্যালয় রাইটার্স বিল্ডিং-এ নিয়ে আসব।'এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেছিলেন,' রাইটার্স বিল্ডিং এর সঙ্গে শুধু সরকারি কর্মচারী নয়, প্রত্যেকটা বাঙালি আবেগ জড়িয়ে আছে। সেই স্বাধীনতা আন্দোলনের সময়ই ইতিহাস এর পাতায় জায়গা করে নিয়েছে রাইটার্স বিল্ডিং। পরবর্তীকালে বহু জননেতার পায়ের ধুলো পড়েছে ওই বাড়িতে। রাজ্যের বহু উত্থান-পতনের সাক্ষী এই বাড়িটি। তাই ক্ষমতায় এসে আমরা রাইটার্স বিল্ডিং এ ফিরে যাওয়া ঠিক মনে করব।'বিজেপির সঙ্গে বাংলার ঐতিহ্যের কোন যোগ নেই বলে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল। তার মুকাবিলা তেই বিজেপি এদিন ঐতিহ্যমন্ডিত রাইটার্স বিল্ডিং কে হাতিয়ার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এদিন দিলিপের নবান্নের কথা বলায় এ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।


অপরদিকে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হুইল চেয়ারে করে প্রচার নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করলে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সভায় তিনি বলেন, দিদি , আপনি বলেছেন, বাংলা ব্লগ প্রধানমন্ত্রী মুখ দেখতে চান না। দেখে যান আজ কত মানুষ মোদিকে দেখতে এসেছেন। দিদি, আপনার মুখ আর বাংলার মানুষ দেখতে চান না। তাইপা দেখাচ্ছেন। আজ হুইলচেয়ারের সরকার হয়ে গিয়েছে। হুইলচেয়ার দেখিয়ে মানুষকে বোকা বানাবেন না। বাংলার মানুষ ভুল করেছেন, আপনাকে দুবার মুখ্যমন্ত্রী করে।'মমতার বিরুদ্ধে আক্রমণ করে দিলীপবাবু‌ বলেন, আজ এখানে ন্যানো তৈরি হতো। মমতার জন্য হয়নি। যে নন্দীগ্রাম আপনাকে রাস্তা দেখিয়ে ছিল। সেই নন্দীগ্রামের মানুষ আপনাকে কালীঘাটের রাস্তা দেখাবেন। কালীঘাটে অবসর সময় কাটাবেন।'

Post a Comment

নবীনতর পূর্বতন