দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আন্দোলন করছে মোট ১৩ টি সংগঠন। এদিন শিক্ষা মন্ত্রী পশ্চিমবঙ্গশিক্ষক সমন্বয় কমিটির ডাকে শিক্ষক সমাবেশে যোগ দিতেই খুব দেখানো শুরু হয়। তিনি মঞ্চে পৌঁছলো থামেনা বিক্ষোভ। রাজ্যের বাজেট এর পার্শ্ব শিক্ষকদের জন্য ৩% ভাতা বৃদ্ধি। অবসরকালীন ভাতার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের পক্ষে জানানো হয়েছে, ভাতা বৃদ্ধি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। তবে একই সঙ্গে বেতন বৃদ্ধির দাবি করছি।
সম্প্রতি করুণাময়ী তে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি।কয়েকদিন আগেই পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বচসা তর্কাতর্কি এমনকি ধস্তাধস্তি বাদ যায়নি।
পূর্ণ শিক্ষকের মর্যাদা, বেতন কাঠামো পরিবর্তন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ১৮ই ডিসেম্বর থেকে সল্টলেক করুণাময়ী অবস্থান-বিক্ষোভ ও অনশন চালাচ্ছে পার্শ্ব শিক্ষকদের সংগঠন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।
একটি মন্তব্য পোস্ট করুন