বামকর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে দিশেহারা পরিবার। কারণ, অটোচালক
মইদুল ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। বাড়িতে রয়েছে স্ত্রী, দুই
মেয়ে ও মা। এখন কিভাবে সংসার চালাবেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা।
প্রসঙ্গত,
বামেদের নবান্ন অভিযান গুরুতর জখম হয়েছিলেন মইদুল। আজ, সোমবার সকালে মারা
যান তিনি। বামেদের অভিযোগ, পুলিশের মারধরের জেরে মারা গিয়েছেন মইদুল।
একটি মন্তব্য পোস্ট করুন