নাম না করে কঙ্গনা রানাওয়াত কি তীব্র কটাক্ষ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার টুইটারে তিনি নিজের চারটি ভিন্ন চরিত্রের ছবি পোস্ট করেছেন।ক্যাপশনে লিখেছেন, 'রেঞ্জ মাপার যন্ত্র নেই। তার উপর রিজিওন্যাল। পুরোটাই লহ হয়ে গেল।'
এদিনই কঙ্গনা টুইটের লিখেছিলেন, 'আমার মতো বিভিন্ন চরিত্রে অভিনয় করার দক্ষতা কোনো অভিনেত্রীর নেই।' তার জবাবেই স্বস্তিকার এই টুইট বলে মনে করেছেন নেটিজেনরা।
#range মাপার যন্ত্র নেই তার ওপর আবার regional. পুরোটাই লস হয়ে গেল 😅 pic.twitter.com/tyHtaAPqD2
— Swastika Mukherjee (@swastika24) February 9, 2021
আরও পড়ুন: নতুন সিনেমায় ইন্দ্রনীল,ইশা
একটি মন্তব্য পোস্ট করুন