নোবেল করোনাভাইরাস এর উৎস সন্ধানে চিনি গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল।এই প্রতিনিধি দলের প্রায় 10 জন বিজ্ঞানী মোটামুটি একমত, চীনের ল্যাবরটরি থেকে নয় বরং অন্য কোন প্রাণীর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়েছে কোরনা।আর তার প্রভাব এই এত মানুষের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান,বাদুড় থেকে সম্ভবত ছড়িয়েছে এই মারাত্মক মহামারী।


যদিও মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ডোনালট্রাম বরাবরই দাবি করেছিলেন, উহানের ল্যাবরেটরীতে ‌ তৈরি করে তা সারা বিশ্বে ছড়িয়েছে সে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সফরের আগে আরো একবার মার্কিন দাবি তীব্রভাবে নস্যাৎ করে জানিয়েছিল, উহানের ল্যাবরটরি থেকে কোন ঘরের ছড়ায়নি। সেই দাবির সঙ্গে একমত WHO এর বিজ্ঞানীরাও।
 
আরও পড়ুন:SSK- এ বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের
যেভাবে এই ভাইরাস ছড়িয়েছে,তাতে চীনের উহান ল্যাবরটরি সঙ্গে প্রাথমিকভাবে কোন যোগাযোগ নেই। সম্ভবত অন্য প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে এই ভাইরাস। তার মতে ডিসেম্বর ২০১৯ এর আগে চীনের উহান কোরনার কোনো সংক্রমণ ধরা পড়েনি।

চীনের তরফেই প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত লিয়ান ওয়ানিয়ানের কথায়, 'অন্য প্রাণীর দেহ থেকেই এই সংক্রমণ হয়েছে, তা আমরা আগেই জানিয়েছি।' উহানের অ্যাপ থেকে এই মহামারী ছড়ানোর কোন সম্ভাবনা ছিল না বলে একই সুরে দাবি করেছেন বেন এমব্রাকেও। তিনি বলেন,'উহানের ল্যাবে আমরা এমন কিছু পাইনি, যা থেকে আমি ভবিষ্যতে গবেষণার জন্য একে বেছে নিতে পারি।'

প্রাণঘাতী ভাইরাস এর জন্য আমেরিকা প্রথম থেকে চীন কে দোষী সাব্যস্ত করতে পিছুপা হয়নি। তারাই এই ভয়ঙ্কর ভাইরাসের সবথেকে বড় শিকার'। এখনো পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি করেছিলেন, এই ভাইরাস উহানের ল্যাবে তৈরি। সেখান থেকে ছড়িয়েছে বহিঃবিশ্বে। অবশ্য চিন্তা কখনোই মানেননি। উল্টে চীনের সাফাই, তারাই প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করে বিশ্ববাসী নজরে এসেছে। এবার তাদের সেই দাবির সপক্ষে মিলে যাচ্ছে WHO এর বিজ্ঞানীদের পুরো।

Post a Comment

নবীনতর পূর্বতন