থ্রিলার সিনেমার প্রধান চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত ও ইশা সাহা। নতুন ছবির নাম 'তরুলতার ভূত'। মূলত বর্ধমানের বিভিন্ন গ্রামগুলিকে শুটিংয়ের জন্য ভাবা হয়েছে।
প্রথম চরিত্র ছাড়া অন্য চরিত্রে অভিনয় করবেন সুমিত সমাদ্দার, উদয়নারায়ন পাল, রাহুল দেব বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, সোমরূপ দাস, দীপান্বিতা হাজরা এবং প্রসূন। সংগীতের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য এবং উপল সেনগুপ্ত।
আরও পড়ুন:শ্রাবন্তীর বৌমা হতে প্রস্তুত দামিনী, যে রাঁধে সে চুলও বাঁধে, প্রমাণ করলো অভিমুন্য প্রেমিকা
একটি মন্তব্য পোস্ট করুন