বৃহস্পতিবার রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারে পরিবর্তন যাত্রার পাশাপাশি উত্তর ২৪ পরগনার ঠাকুরঘরে সভা রয়েছে তাঁর। কর্মসূচি অনুযায়ী,বেলা এগারটায় অসমের বঙ্গাইগাঁও থেকে কোচবিহার বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। তারপর সোজা যাবেন মদনমোহন মন্দিরে। সেখান‌ থেকে যাবেন রাসমেলার মাঠে, সেখানেই সাড়ে বারোটায় পরিবর্তন যাত্রার সূচনা হবে।

সভা শেষ করে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনটে দশ মিনিট নাগাদ। তারপর হেলিকপ্টারে ঠাকুরনগর হেলিপ্যাড হয়ে যাবেন মতুয়াদের সভায় যোগ দিতে। ঠাকুরবাড়ি মাঠে হবে। এক ঘণ্টা সময় রাখা হয়েছে তার জন্য। এরপর কলকাতায় ফিরে অমিত শাহ যাবেন সাইন্সসিটি অডিটোরিয়ামে। স্বেচ্ছাসেবকদের  সঙ্গে সভা করবেন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। হোটেলে ফিরে রাত দশটা কুড়ি পর্যন্ত দেখা করবে অন্যদের সাথে। তারপর ফিরবেন দিল্লিতে।
আরও পড়ুন: SSK- এ বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের

Post a Comment

নবীনতর পূর্বতন